
ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির বয়স এখন ৩৮। তবে ক্যারিয়ারের পড়ন্ত বেলায়ও তার রেকর্ডের ক্ষুধা এতটুকু কমেনি। আজ (রোববার) ভোরে মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মিয়ামির হয়ে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির বিপক্ষে একটি করে গোল আর অ্যাসিস্ট করেছেন মেসি। গোলটি তার ক্যারিয়ারের ৮৭৫তম।
সবচেয়ে কম বয়সে এবং কম ম্যাচ খেলে গোলের এই মাইলফলকে পৌঁছেছেন মেসি। তার এই কীর্তি এসেছে ৩৮ বছর ৫৪ দিন বয়সে এবং ১১১৬ ম্যাচ খেলার মাধ্যমে। অন্যদিকে ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি রোনালদো যখন ওই মাইলফলক গড়েন, তখন তার ম্যাচসংখ্যা ১২০৬ এবং বয়স ছিল ৩৯ বছর ১২ দিন।
ক্যারিয়ারের গোলসংখ্যার দিকে দিয়ে অবশ্য এখনো বেস এগিয়ে আল নাসর ফরোয়ার্ড রোনালদো। তার গোলসংখ্যা এখন ৯৩৮টি। ৮৭৫ গোলের মাইলফলকে পৌঁছানো মেসি এখনো তার চিরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬৩ গোল পিছিয়ে।
এদিকে ফ্লোরিডার ক্লাবটির হয়েই ইতোমধ্যে ৫৯টি গোল হয়েছে মেসির (রয়েছে ৩০ অ্যাসিস্টও)। যা এমএলএসের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম।
মেসির কীর্তিতে ঠাঁসা ম্যাচে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে তার দল ইন্টার মিয়ামি।
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অনন্য মাইলফলক স্থাপন করতে...
স্পোর্টস ডেস্ক : ইনজুরিতে দুজন, একজন জানিয়েছেন খেলার অস্বীকৃতি। অনুমিতভা...
স্পোর্টস ডেস্ক : সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ...
স্পোর্টস ডেস্ক: আগামী ২৯ আগস্ট থেকে ভারতের বিহারের শুরু...
স্পোর্টস ডেস্ক: জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য বাংলাদ...
মন্তব্য (০)