• খেলাধুলা

‎এশিয়া কাপের পর আবারও আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ ‎

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ সিরিজ খেলেছে বেশি দিন হয়নি। গেল বছরের শেষ দিকে দলটা আফগানদের মুখোমুখি হয়েছিল ওয়ানডে সিরিজে। বছর না ঘুরতেই আবার দুই দল মুখোমুখি হবে আবার। এবারও ভেন্যু ওই সংযুক্ত আরব আমিরাতই। আসছে এশিয়া কাপের পর এই সিরিজে মুখোমুখি হবে দলদুটো।

‎আফগানিস্তান ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, বাংলাদেশকে নিয়ে একটি সীমিত ওভারের সিরিজ আয়োজন করবে। এই সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি থাকবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ২ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে।

‎সিরিজের শুরু হবে টি–টোয়েন্টি দিয়ে। প্রথম ম্যাচ হবে ২ অক্টোবর। দ্বিতীয় টি–টোয়েন্টি হবে ৪ অক্টোবর এবং তৃতীয় ম্যাচ হবে ৬ অক্টোবর। এরপর শুরু হবে ওয়ানডে সিরিজ। ওয়ানডেগুলো হবে ৯, ১১ ও ১৪ অক্টোবর।

‎তবে ম্যাচগুলো কি একই ভেন্যুতে হবে, নাকি একাধিক ভেন্যুতে, হবেও বা কোথায়, সেটা এখনও নিশ্চিত হয়নি। কারণ, এসিবি এখনো ভেন্যুর নাম ঘোষণা করেনি।

‎এই সিরিজ শুরু হবে এশিয়া কাপের পর। এশিয়া কাপও হবে সংযুক্ত আরব আমিরাতে। আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আসর। এই আসরে বাংলাদেশ ও আফগানিস্তান গ্রুপ ‘বি’-তে খেলবে। তাদের সঙ্গে থাকবে শ্রীলঙ্কা ও হংকং।

‎গত বছর বাংলাদেশকে আফগানিস্তান স্বাগতিক করেছিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। সেই সিরিজ অনুষ্ঠিত হয়েছিল শারজাহতে। আফগানিস্তান তখন সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে।

মন্তব্য (০)





image

বিশ্বকাপে প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার জেসি, মার্কিন দূত...

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অনন্য মাইলফলক স্থাপন করতে...

image

বাংলাদেশ সিরিজে ডাচ স্কোয়াডে ৩ পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : ইনজুরিতে দুজন, একজন জানিয়েছেন খেলার অস্বীকৃতি। অনুমিতভা...

image

সর্বনিম্ন ১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ

স্পোর্টস ডেস্ক : সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ...

image

‎এশিয়া কাপ খেলতে ভারত গেল বাংলাদেশ হকি দল

স্পোর্টস ডেস্ক: আগামী ২৯ আগস্ট থেকে ভারতের বিহারের শুরু...

image

‎সরকারি অর্থায়নে শুরু হচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস ডেস্ক: জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য বাংলাদ...

  • company_logo