ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা ক্ষণিকা সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের সাবেক পরিচালক মাহমুদ হাসান। এসময় আরো বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মুকুল কুমার মল্লিক। এসময় উপস্থিত ছিলেন, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ আব্দুল বারিক, শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হুমায়ুন কবির সরকার, উপজেলা বিএনপির সাবেক সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাইয়াঁ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাহফুল হাসান হান্নান, উপজেলা জামায়াতের আমির মো. নূরুল আমিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
সভায় বক্তারা বলেন, দূর্ণীতি মহামারি ব্যাধির ন্যায় চারদিকে ছড়িয়ে পড়েছে। এর মূল উৎপাটন করতে হবে। পাশাপাশি দূর্ণীতির ভয়াবহতা সম্পর্কে সকলকে জানাতে হবে। পারিবারিক ভাবে শিশুদের দূর্নীতির কুফল সম্পর্কে জানাতে হবে। প্রত্যেকে প্রত্যেকের ধর্মীয় রীতিনীতি মেনে চলতে হবে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ আজ ৯ই ...
কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপির ঘোষিত প্...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে আজ সোমবার (৮ ডিসেম্বর) পালিত হ...
বগুড়া প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী ব...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে গ্রামীণ নিরাপত্তা ব্যবস্থায় নতুন...

মন্তব্য (০)