
ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,পাবনা-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ভিপি শামসুর রহমান বলেছেন, ৭১ সাল বাদ দিয়ে দেশের ইতিহাস সৃষ্টি করা যায় না। তেমনি জিয়াউর রহমানকে বাদ দিয়ে দেশের ইতিহাস লেখা সম্ভব না। তারই সুযোগ্য সন্তান তারেক রহমানের বিরুদ্ধে একটি মহল কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে। ওসব দুষ্কৃতকারীদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিতে হবে। আগামীতে তারেক জিয়ার নেতৃত্বেই দিল্লি ও পিন্ডির হাড় ভেঙে দেওয়া হবে।
বুধবার (১৩ আগষ্ট) সন্ধায় বেড়ার সিএন্ডবি মোড়ে আয়োজিত তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও কটুক্তির প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে দৃশ্যমান ও অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। বিভিন্নভাবে আগামী জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে। বিএনপির তৃনমুলের ত্যাগী কর্মীদের নিয়ে সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। এখন আর বসে থাকার সময় নেই। দিন কিন্তু ফুরিয়ে আসছে।
জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, তৎকালীন সময়ে অনেকে পালিয়ে ভারতে গেলেও আমাদের নেতা জিয়াউর রহমান দেশেই ছিলেন। শহীদ জিয়াই সংবিধানে বিসমিল্লাহ লিখেছেন। একটি দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল। কৃষি ও গার্মেন্টস সেক্টরকে তিনি উন্নত করেছিলেন।
তিনি আরও বলেন, গত (১৫ জুলাই) আমাকে দলের পক্ষ থেকে নির্বাচনের জন্য কাজ করতে বলা হয়েছে। এরপর আমি সাঁথিয়াবাসীর সঙ্গে কথা বলে মাঠে নেমেছি। ব্যাপক সারা পাচ্ছি। বিগত ১৫ বছরে এই উপজেলায় আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে অনেক নেতা থেকেছিলেন। আমরা কিন্তু দল করতে গিয়ে অনেক নির্যাতন জেল জুলুম সহ্য করতে হয়েছে। কঠিন সময়ে দলের হাল ধরেছি। আগামী নির্বাচনে যদি আমাকে দলীয় প্রতিক ধানের শীষ দেওয়া হয়, তাহলে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়ে এলাকাকে রোল মডেলে পরিনত করা হবে ইনশাআল্লাহ। অবহেলিত সাঁথিয়াকে উন্নয়নের আওতায় আনা হবে।
এর আগে স্বৈরাচার শেখ হাসিনার পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিশাল আনন্দ র্যালীর আয়োজন করা হয়। বেড়া সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু বেড়া বাজার পদক্ষিণ করে বেড়া সিএন্ডবি মোড়ে এসে পথসভা হয়। এতে সাঁথিয়া ও বেড়া উপজেলার হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে। ধানের শীষ, ব্যানার, ফেষ্টুন, প্লেকার্ড নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে এসে র্যালী ও প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ফজলুল বারী সান্টুর সভাপতিত্বে ও বিএনপি নেতা নাসিমুজ্জামান সোহেলের সঞ্চালনায় বক্তব্য দেন, সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী, স্বেচ্ছাসেবক দলের সাঁথিয়া সদস্য সচিব লিখন মোল্লা, সাঁথিয়া উপজেলা বিএনপি সাবেক সহসাধারণ সম্পাদক সেলিম খান, সাবেক ছাত্র নেতা মশিউর রহমান টিপু , এ্যাড মইনুল হোসেন, ফজলুল হক প্রমুখ।
নিউজ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে গণতন্ত্র মঞ্চ ৩০০ আসনে প্রার...
নিউজ ডেস্ক : আবারও দেশের জনগণের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে বলে মন্তব্য ...
নিউজ ডেস্ক : কমরেড হারুন চৌধুরী নিজেকে বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) ...
নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) স্বীকৃতি চেয়ে চিঠি দিয়েছে আনিসুল ইসল...
নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ...
মন্তব্য (০)