• লিড নিউজ
  • জাতীয়

জুলাই শহীদদের স্মৃতি কেউ মুছে ফেলতে পারবে না: অ্যাটর্নি জেনারেল

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ যোদ্ধারা আমাদের অহংকার। বাংলাদেশ যতদিন থাকবে তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। তাদের স্মৃতি কেউ মুছে ফেলতে পারবে না।

‎শুক্রবার (৮ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের জাতীয় বীরদের নিয়ে অনুষ্ঠিত ‘লাল জুলাইয়ের কবিতা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎অ্যাটর্নি জেনারেল বলেন, আমরা আর সেই দিনে ফিরে যেতে চাই না, যে সময়ে পুলিশ বাদি হয়ে সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দায়ের করেছিল। মানুষদেরকে ঘর থেকে ধরে নিয়ে গুম করেছিল, হত্যা করেছিল। জুলাই অভ্যুত্থান আমাদেরকে সেই অমোঘ অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে। তাই জুলাই অভ্যুত্থানের জাতীয় বীরদেরকে আমাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে আজীবন। আমাদেরকে বীরদের স্মরণে পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

‎তিনি বলেন, আগামীর বাংলাদেশ আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। বিনা অপরাধে কাউকে জেলে যেতে হবে না। কেউ যাতে বাংলাদেশে আর ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ বীররা আমাদেরকে সেটাই শিক্ষা দিয়ে গেছেন।

‎‘চব্বিশ-একাত্তর-বায়ান্ন, হারতে দেব না কখনও’ স্লোগানে চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ২০২৪ সালের ধারাবাহিকতায় এবছরও সাধারণ সংস্কৃতিকর্মী ও শিল্পীসমাজ আয়োজন করে ‘লাল জুলাইয়ের কবিতা-২০২৫’।

মন্তব্য (০)





image

টয়লেটের ফ্লাশ নষ্ট, মাঝ আকাশ থেকে ঢাকায় ফিরল বিমান

নিউজ ডেস্ক :  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবিগামী একটি ফ্লাইট (...

image

গরম নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অফিসের

নিউজ ডেস্ক : আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশ টানা ব...

image

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নোয়াবের উদ্বেগের কড়া জবাব প্রেস...

নিউজ ডেস্কঃ গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকের নিরাপত্তা নিয়ে...

image

দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা সরকারের

নিউজ ডেস্ক : জাতীয় পুষ্টির চাহিদা পূরণ, গ্রামীণ দারিদ্র্য দূরীকরণ এবং কৃ...

image

বেতন ও গ্রেড নিয়ে প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর

নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও মাঠপর্যায়ের সব প্রাথমিক...

  • company_logo