• খেলাধুলা

টানা দ্বিতীয় জয়, জিম্বাবুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ব্যাট-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে, তৃতীয় ম্যাচে এসে ব্যাটিংটা ভালো হয়নি আজিজুল হাকিম তামিমের দলের। হার দেখেছিল দক্ষিণ আফ্রিকার কাছে। ঘুরে দাঁড়াতে সময় নেয়নি যুব টাইগাররা। পরের ম্যাচেই জিম্বাবুয়েকে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বড় জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলা অনেকটাই নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের।

‎শুক্রবার (১ আগস্ট) জিম্বাবুয়ের হারারে স্টেডিয়ামে স্বাগতিক জিম্বাবুয়েকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে ২২.৩ ওভারে স্রেফ ৮৯ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। রান তাড়ায় নেমে মাত্র ১৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ। মাত্র ৫ রানে ভাঙে ওপেনিং জুটি। রানের খাতা খোলার আগেই ফেরত যান ওপেনার রিফাত বেগ। সেই ধাক্কা সামলে দ্বিতীয় উইকেট জুটিতে ৩৪ রান তুলেন অধিনায়ক আজিজুল তামিম আর কালাম সিদ্দিকী। ১৬ বলে ২০ রান করে কালাম ফিরলে ভাঙে সেই জুটি।

‎এরপর রিজান হাসানকে নিয়ে তৃতীয় উইকেটে অপরাজিত ৫২ রানের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়েন তামিম। ৪৯ বলে ৪৭ রানে অপরাজিত ছিলেন তামিম আর ২৬ বলে ২১ রানে রিজান। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে জিম্বাবুয়ে। বিশেষ করে পেসার ইকবাল হোসাইন ইমনের পেস আগুনের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিক ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা।

‎জিম্বাবুয়ের টপঅর্ডারকে উইকেটে দাঁড়াতে দেননি ইমন। ইনিংসের তৃতীয় ওভারে ওপেনার কুপাকওয়াসি মুরাদজিকে ফিরিয়ে শুরু করেন তিনি। এরপর একে একে ফেরান টপঅর্ডারের আরও দুই ব্যাটার লিরয় চিওয়াউলা, কিয়ান ব্লিগনটকে। বাকিদের যাওয়া আসার ভিড়েও একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন ওপেনার নাথানিয়েল হ্লাবানগানা। তবে, তাকে বেশিক্ষণ স্থায়ী হতে দেননি স্পিনার সানজিদ মজুমদার। ২৬ রান করা এই ব্যাটারকে রিজান হাসানের ক্যাচ বানিয়ে ফেরত পাঠান তিনি।

‎এরপর মিডল অর্ডারে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন উইকেটরক্ষক ব্যাটার ব্র্যান্ডন এনডিওয়েনি। ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করা এই ব্যাটারকে ফেরান  স্পিনার স্বাধীন ইসলাম। জিম্বাবুয়ের ইনিংসের সমাপ্তিও টানেন ইমনই। শেষ ব্যাটার হিসেবে ইমনের বলে এলবিডব্লিউয়ের শিকার হন শেল্টন মাজভিতোরেরা। ৬.৩ ওভারে ২৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন ইমন। দুটি করে উইকেট নেন সানজিদ মজুমদার ও স্বাধীন ইসলাম।

মন্তব্য (০)





image

দারুণ সুযোগ হারাল বাংলাদেশ, ক্রিকেট-কূটনীতিতে ব্যর্থ বিসি...

স্পোর্টস ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর ...

image

বৈরী আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে নওগাঁর জুলাই স্মৃতি

নওগাঁ প্রতিনিধি : এক সময় দেশজুড়ে সুনাম ছিলো নওগাঁর ভলিবল দলে...

image

‘শুধু প্রত্যাশা নয়, ভালো প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে যেতে হবে’

স্পোর্টস ডেস্ক : প্রত্যাশার ভেলা ভাসিয়ে ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকা...

image

‘এখনও দলে কোনো গ্রুপিং নেই’

স্পোর্টস ডেস্ক : ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর ভারপ্রাপ্ত অধিনায়ক হন নাজমুল...

image

পুলিশের তদন্তের মুখে ব্রাজিলের ফুটবলপ্রধান

স্পোর্টস ডেস্ক : ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) ইতিহাসে সর্বকনিষ্ঠ সভাপত...

  • company_logo