• খেলাধুলা

‘শুধু প্রত্যাশা নয়, ভালো প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে যেতে হবে’

  • খেলাধুলা

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক : প্রত্যাশার ভেলা ভাসিয়ে ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে গিয়ে ভরাডুবি হয়েছিল বাংলাদেশ দলের। পরের বছর টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালের সম্ভাবনা তৈরি হলেও হারাতে পারেনি আফগানদের। দুয়ারে কড়া নাড়ছে আরেকটি টি-২০ বিশ্বকাপ। এরপর ২০২৭ সালে আছে ওয়ানডে এবং টি-২০ বিশ্বকাপ। 

বৈশ্বিক টুর্নামেন্টে এখন পর্যন্ত ভালো না করা বাংলাদেশ দলকে এসব আসরে নিজেদের ক্রিকেট উন্নতির প্রমাণ দিতে হবে। জাতীয় দলের টপ ব্যাটার  নাজমুল শান্ত সমকালের সিকান্দার আলীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, বৈশ্বিক টুর্নামেন্টে শুধু প্রত্যাশা নিয়ে গেলে হবে না। প্রস্তুতিও নিয়ে যেতে হবে। 

তিনি বলেন, ‘টি২০তে নির্দিষ্ট দিনে ভালো খেললে জেতার সম্ভাবনা বেশি থাকে। ব্যাটিং ক্লিক করলে টি২০ বিশ্বকাপে আমরা ভালোও করতে পারব। বিশ্বকাপের বড় দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ব্যাটিংটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাটিং ক্লিক করলে, আমাদের যে বোলিং আছে তাতে ভালো করা সম্ভব। ওয়ানডেতে দলটা আগামী দেড় বছর একসঙ্গে খেলতে পারলে অভিজ্ঞ হয়ে উঠব। আমাদেরও অনেক হোম ওয়ার্ক করতে হবে। স্কিলের পাশাপাশি মানসিক দিক নিয়ে কাজ করতে হবে। বিশ্বকাপের মতো কন্ডিশন বানিয়ে অনুশীলন ও ম্যাচ খেলতে হবে। শুধু প্রত্যাশা নিয়ে বিশ্বকাপে গেলে ভালো হবে না। গুরুত্বপূর্ণ হলো, কীভাবে আমরা ভালো প্রস্তুতি নিয়ে যেতে পারি। কন্ডিশনের চ্যালেঞ্জ, কোন দলের সঙ্গে আমরা খেলব, ওগুলো মাথায় রেখে খুব ভালো প্রস্তুত হয়ে যেতে পারলে ভালো ফল করা সম্ভব হবে।’ 

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়া বেশ কঠিন হতে পারে বাংলাদেশের জন্য। ঘরের মাঠে ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে সিরিজ জয়ের চ্যালেঞ্জ নিতে হবে। শান্তর মতে, বাংলাদেশ ঘরের মাঠে বড় দল। সিরিজগুলো জিতে সরাসরি বিশ্বকাপে খেলা সম্ভব। 

তিনি বলেন, ‘দেশের মাটিতে আমরা এই দলগুলোকে হারিয়েছি। হোমে আমরা সব সময় ভালো ক্রিকেট খেলি। আমি মনে করি এই কন্ডিশনে আমরা অনেক বড় দল। আমি বিশ্বাস করি এই সিরিজগুলো জেতা সম্ভব।’

আগামী ফেব্রুয়ারির টি-২০ বিশ্বকাপ ও ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে নিজের লক্ষ্য নিয়ে শান্ত  জানান, নিয়মিত তিন সংস্করণে খেলতে চান। গত দুই টি২০ সিরিজে ছিলাম না। তবে টি২০ বিশ্বকাপ খেলতে চান। সেজন্য দলে জায়গা ফিরে পাওয়ার চেষ্টা করবেন।

 

মন্তব্য (০)





image

টানা দ্বিতীয় জয়, জিম্বাবুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

নিউজ ডেস্কঃ ব্যাট-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রথম দুই ম...

image

বৈরী আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে নওগাঁর জুলাই স্মৃতি

নওগাঁ প্রতিনিধি : এক সময় দেশজুড়ে সুনাম ছিলো নওগাঁর ভলিবল দলে...

image

‘এখনও দলে কোনো গ্রুপিং নেই’

স্পোর্টস ডেস্ক : ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর ভারপ্রাপ্ত অধিনায়ক হন নাজমুল...

image

পুলিশের তদন্তের মুখে ব্রাজিলের ফুটবলপ্রধান

স্পোর্টস ডেস্ক : ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) ইতিহাসে সর্বকনিষ্ঠ সভাপত...

image

বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে খেলার মতো দল: খালেদ

নিউজ ডেস্কঃ এশিয়া কাপের আগামী আসর মাঠে গড়ানো নিয়ে তৈরি হয়েছি...

  • company_logo