• বিশেষ প্রতিবেদন

সফলতার স্বপ্ন দেখছেন চরাঞ্চলের নারীরা

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীর চরাঞ্চলের নারীদের সফলতার দিকে এগিয়ে নিতে কাজ করছেন উপজেলা নির্বাহী অফিসার। উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে চরের নারীরা এখন সফলতার দিকে যাচ্ছে এগিয়ে। সফলতার স্বপ্ন এগিয়ে নিবে চরের নারীদের, স্বপ্ন এখন তাদের নিজেকেসহ চর এগিয়ে নেয়ার।

জানা গেছে, চিলমারী উপজেলা প্রশাসন চরের নারীদের সফলতার জন্য কাজ শুরু করেছেন। দেশে-বিদেশে শ্রম বাজার উপযোগী দক্ষতার কর্মপ্রত্যয়ী বেকার যুব নারীদের-কে মানব সম্পদে পরিণত করার লক্ষে চিলমারী উপজেলার হতদরিদ্র কর্মপ্রত্যয়ী যুব নারীদের সাবলম্বী করার লক্ষে সেলাই ও পাপস তৈরী প্রশিক্ষণ কোর্স-২০২৫ শুরু করেছেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়। পিছিয়ে পড়া চরের নারীরা যেন এগিয়ে যেতে পারে গড়তে পাড়ে একটি ভবিষ্যত সম্ভবনার চিলমারী এবং ছড়িয়ে দিতে পারে পুরো বাংলাদেশে। উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক ইতি মধ্যে চরের নারীরা সফল হতে পারে সেটি নিয়েও কাজ শুরু করেছেন। শুরুতেই ফ্রেন্ডশীফ এর সহযোগীতা নিয়ে উপজেলা প্রশাসনের সহায়তায় উপজেলার অষ্টমীর চর ও নয়ারহাট ইউনিয়নের ২০ জন যুব মহিলাকে প্রতিষ্ঠিতসহ সফলতার চর গড়তে দেয়া হচ্ছে প্রশিক্ষন। প্রশিক্ষণ গ্রহনকারী আফরোজা বলেন, এটি আমাদের জন্য বড় পাওয়া যে, আমরা প্রত্যন্ত চরাঞ্চলে বসেও প্রশিক্ষণ গ্রহন করছি এবং আশা করছি প্রশিক্ষণ শেষে ভালো কিছু করতে পারবো। টেইনিং নিচ্ছি আশা করি সফলতা অর্জন করবো জানিয়ে রুবি ও সালমা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে দক্ষ করে তৈরি করে শুধু দেশে নয়, বিদেশেও পারি জমিয়ে সফলতা আনবো এটি প্রত্যাশা। এটি একটি ভালো উদ্যোগ জানিয়ে শিক্ষক মাহমুদুল হাসান বলেন, ইউএনও স্যার যে কাজ শুরু করেছেন এটি অবশ্যই প্রসংসার যোগ্য আশা করছি চরের যুব মহিলারাসহ সকলে এর সুফল পাবে। সিনিয়র ম্যানেজার ফিন্ড অপারেশন ফ্রেন্ডশীপ মোঃ সফিয়ার রহমান বলেন, এটি একটি ভালো উদ্যোগ এতে করে তাদের এবং সমাজের উপকার হবে। কথা হলে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন, চরের নারীরা আর্থিক ভাবে স্বাবলম্বী নয় তাই তাদের কথা চিন্তা করে এই উদ্যোগ নিয়েছি, প্রশিক্ষণ শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে লিংকেজ করে দেয়া হবে, তারা যেন নিজেরা স্বাবলম্বী হয়ে উঠে পরিবারসহ এলাকার সাফল্য বয়ে আনতে পারে।

মন্তব্য (০)





image

গোপালপুরে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছের চারা

গোপালপুর প্রতিনিধিঃ পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর বলে চিহ্নিত ইউক্যালিপ...

image

ঠাকুরগাঁওয়ে তিল চাষ বিলুপ্তির পথে আগ্রহ হারাচ্ছে কৃষক

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ গ্রামীণ অর্থনীতিতে যারা কৃষি কাজ করে, তাদের কাছে অতি প্র...

image

কড়ই গাছের ভেতরে জ্বলছে আগুন, নেভাতে ব্যর্থ ফায়ার সার্ভিস!

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে একটি কড়ই গাছের ভেতরে জ্বলছে আ...

image

ঠাকুরগাঁওয়ে বিলুপ্ত পথে ছাতা মেরামতের কারিগর

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁয়ে ছাতার ব্যবহার এক দিনেই হয়ে উঠেনি। মানব সৃষ্টি...

image

অসময়ে বন্যা, কপালে চিন্তার ভাঁজ চরাঞ্চলের পাটচাষিদের

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদের পাড়ঘেঁষে জেগে...

  • company_logo