• উদ্যোক্তা খবর

চাটমোহরে আদর্শ কৃষক সংবর্ধনা ও কৃষি স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ 'মাটি বাঁচান, কৃষক বাঁচান, দেশ বাঁচান' এই স্লোগানে পাবনার চাটমোহরে আদর্শ কৃষক সংবর্ধনা এবং কৃষি ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (০৫ মে) সকাল ১১টায় চাটমোহর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সংবর্ধনা ও সেমিনার অনুষ্ঠিত হয়। 

লুমিনাস গ্রুপের চাটমোহর উপজেলার ডিলার আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন লুমিনাস গ্রুপের ভাইস চেয়ারম্যান শামীম আহমেদ। প্রধান বক্তা ছিলেন মিরাকেল এগ্রো অ্যান্ড কসমেটিকস লিমিটেডের চিফ কনসালটেন্ট কৃষিবিদ আব্দুর রশিদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন, প্রতিষ্ঠানটির রাজশাহী বিভাগের সিনিয়র কনসালটেন্ট মঞ্জুরুল হুদা, রাজশাহী ডিভিশনাল ইনচার্জ সানোয়ার হোসেন, টেরিটরি সেলস ম্যানেজার জহুরুল ইসলাম জয়, পাবনা জেলা শাখার ডিলার-১ ফজলুর রহমান সোহেল, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, লুমিনাস গ্রুপের মুথরাপুর ইউনিয়ন শাখার ডিলার আলী আক্কাস বেগ।

প্রধান অতিথির বক্তব্যে লুমিনাস গ্রুপের ভাইস চেয়ারম্যান শামীম আহমেদ বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আর কৃষককে বাঁচাতে মাটি বাঁচাতে হবে। দেশের জনসংখ্যা বাড়ছে, খাদ্যের চাহিদাও বাড়ছে। তার সাথে পাল্লা দিয়ে ফসল উৎপাদন বাড়ানো হচ্ছে আধুনিক প্রযুক্তি ব্যবহারে। তবে আগের মতো খাদ্যের আর স্বাদ নেই। কারণ জমিতে অতিরিক্ত সার ব্যবহারে মাটির স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে। 

তিনি বলেন, আমরা লুমিনাস গ্রুপ মাটিকে বাঁচাতে উন্নত প্রযুক্তির মিরাকেল গ্রোথ নিয়ে এসেছি। মাটিকে সুস্থ করতে না পারলে আমরা কেউ বাঁচবো না। যেখানে ইউরিয়া সারের বাড়ছে সেখানে মিরাকেল গ্রোথ ব্যবহার করলে ইউরিয়ার ব্যবহার কমা শুরু করবে৷ মাটির যে ঘাটতি হচ্ছে সেটা পূরণ করবে। মিরাকেল গ্রোথ ব্যবহার করে কৃষকের ইউরিয়া সারের ব্যবহার অর্ধেকে নেমে আসবে। মাটির স্বাস্থ্য ভাল হবে। বিষমুক্ত খাবার পাওয়া যাবে।

শামীম আহমেদ আরো বলেন, অতিরিক্ত সার ব্যবহারে মাটির স্বাস্থ্য নষ্ট হয়৷ মিরাকেল গ্রোথ ব্যবহারে সৃষম সারের ঘাটতি পূরন করবে। ফলন ভাল হবে। মাটির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। গাছ হবে মোটাতাজা শক্তিশালী। মাটিতে আলাদা করে বোরন, জিংক দিতে হবে না। ধানের চিটার পরিমাণ অনেক কম হবে।ফলন বেশি পাবে। ফসলের স্বাদ আগের মতো পাওয়া যাবে। সকল কৃষক এটা ব্যবহার করলে সারাদেশে বিষমুক্ত খাবার পাবে সবাই। 

শেষে লুমিনাস গ্রুপের ডিলারদের মাঝে সনদপত্রে বিতরন করা হয়।এছাড়া ৬ জন আদর্শ কৃষককে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়৷

রিটেইলার তারিকুল ইসলামের সঞ্চালনায় এই অনুষ্ঠানের আয়োজন করে চাটমোহরের মা বাবার দোয়া এগ্রো ট্রেডার্স।

মন্তব্য (০)





image

বগুড়ায় অনুষ্ঠিত হয়ে গেলো 'স্বপ্নজয়ের এইতো শুরু' শিরোনামে...

বগুড়া প্রতিনিধিঃ তরুণ প্রজন্মের ক্যারিয়ার সচেতনতা এবং নেতৃত্ব বিকাশের লক...

image

কালীগঞ্জে হস্তশিল্প, সেলাই ও বিউটিফিকেশন প্রশিক্ষণ

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত হস্তশিল্প, সেলাই ও...

image

কুড়িগ্রামে ২শত হতদরিদ্র পরিবার পেল ৪০০টি ছাগল

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে দুস্থ ও অসহায় পরিবারে আর্থিক ...

image

চাটমোহরে মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা ও খাদ্য উপকরণ বিতরণ

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে নিমগাছি প্রকল্পের আওতায় মাছের উৎপাদন বৃদ্ধির...

image

ফরিদপুরে চরাঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে হাঁস পালনে সুফ...

ফরিদপুর প্রতিনিধি: পুষ্টির চাহিদা পূরণ ও মাংসের উৎপাদন বৃদ্ধিসহ চরাঞ্চলে...

  • company_logo