
ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি: বিএনপি'র কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সবুজ পৃথিবী গড়তে পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের পোটান মেফতাহুল উলুম মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে।
রোববার (১৩ জুলাই) দুপুরে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নেতা মনিরুজ্জামান খান লাবলু।
তিনি বলেন, “পরিবেশ বিপর্যয়ের এই সময়ে সবাইকে এগিয়ে এসে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে হবে। গাছ লাগানো শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের অঙ্গীকার।”
কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন। এ সময় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, শুধু গাছ লাগানো নয়, চারাগুলোর সুষ্ঠু পরিচর্যার জন্যও তারা অঙ্গীকারাবদ্ধ। পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং আগামী প্রজন্মকে একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, এই ধারা অব্যাহত রেখে প্রতি মৌসুমেই এমন পরিবেশবান্ধব কর্মসূচি পরিচালনা করা হবে।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ২০২৪-২৫ অর্থবছরের মসলার উন্নত জাত ও প্...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ২০২৪-...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে খামারিদের সচেতন করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠি...
মন্তব্য (০)