• উদ্যোক্তা খবর

লালমনিরহাটে চুঁইঝাল চাষে বাড়তি আয়

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলা সদরের বড়বাড়ী ইউনিয়নের সাদেকনগর গ্রাম। নৈসর্গিক পরিবেশে ঘেরা এ গ্রামের প্রতিটি বাড়ীর সুপারি গাছে দেখা মিলবে মসলাজাতীয় গাছ চুঁইঝালের।আর এসব গাছ বিক্রয় করে বাড়তি আয় করছেন ওই গ্রামের মানুষেরা।

দিনে দিনে লালমনিরহাটে চুইঝাল গাছের চাষ বাড়ছে।মসলা জাতীয় এ উদ্ভিদ চাষে বাড়তি খরচ না থাকায় এটি চাষে ঝুঁকছেন লালমনিরহাটের অনেক চাষী। বাজারে এর চাহিদা থাকায় চাষিরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। আবহাওয়া ও মাটি চাষের উপযোগী হওয়ায় লালমনিরহাটের পাঁচটি উপজেলায় ঔষধিগুণ সম্পন্ন চুইঝাল গাছ চাষ করছেন স্থানীয়রা। লতা জাতীয় পরজীবী এ উদ্ভিদটির চাহিদা দিনে দিনে বেড়ে যাওয়ায় জেলার বিভিন্ন উপজেলার ফলদ,বনজ ও সুপারি গাছে এর চাষ শুরু হয়েছে। এ গাছটি চাষে বাড়তি কোন জমির প্রয়োজন হয় না। করতে হয় না বিশেষ কোনো পরিচর্যা। পোকামাকড়ের আক্রমন ও রোগবালাই না থাকায় কোন বাড়তি খরচও নেই।এর শিকড় যত বাড়তে থাকে লতা ও কান্ড তত মোটা হতে থাকে। একটি চুই গাছ তিন বছর বয়স হলে পরিপক্ক ও বিক্রয় উপযোগী হয়।

লালমনিরহাট জেলা সদরের বড়বাড়ী ইউনিয়নের সাদেকনগর গ্রামের চুঁই চাষী আব্দুল জলিল জানান,আমি ১৫ বছর আগে আমার বসত বাড়ীর সুপারী গাছ ও আম গাছে চুঁই গাছ লাগিয়েছি।এতে বাড়তি কোন যত্ন নেই।পোকামাকড়েরও আক্রমণ নেই।এখন প্রতিটি গাছের মূল্য ১২ হাজার থেকে ২০ হাজার টাকায় বিক্রয় করছি।বাড়ী থেকেই বিভিন্ন জেলার ক্রেতারা এসে নিয়ে যায়।আমার এখনো শতাধিক চুঁই ঝাল গাছ রয়েছে। তাছাড়াও এই এলাকার প্রতিটি বাড়ীতেই এ গাছ রয়েছে।  আদিতমারী উপজেলার কান্তেশ্বরপড়া গ্রামের কৃষিবিদ বীরেন্দ্রনাথ রায় বলেন,অধিক লাভজনক এ গাছ চাষে মানুষজন কে উৎসাহ প্রদান করা হচ্ছে।যেহেতু এতে বাড়তি কোনো জমি দরকার হয়না।স্থানীয়দে প্রশিক্ষণ ও চারাগাছও দেয়া হচ্ছে।

প্রতি মন চুইগাছ ১০ থেকে ১৫ হাজার টাকা দরে বিক্রয় হচ্ছে।বাজারে এর চাহিদাও বেশ। বাড়ির অব্যবহৃত জায়গায় এটি রোপন করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষীরা।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক  সাইখুল আরিফিন বলেন, জেলা কৃষি বিভাগ লাভজনক এ উদ্ভিদটি চাষে কৃষকদের উৎসাহ, প্রশিক্ষণ প্রদান ও পরামর্শ দিচ্ছেন।

কৃষিবিভাগের হিসেব মতে, লালমনিরহাট জেলায় ৪৭০ বিঘা জমিতে ২৬হাজার চুঁইঝাল গাছ রয়েছে।

মন্তব্য (০)





image

গাইবান্ধায় কেঁচো সার উৎপাদন করে স্বাবলম্বী আয়শা বেগম

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার জামালপুর গ্...

image

মাটি ও পানিতে ব্যবহারযোগ্য বাকৃবি উদ্ভাবিত দেশের প্রথম পর...

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশে খাদ্য উৎপাদন বাড়লেও বালাইনাশকের...

image

কালীগঞ্জে নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রয় ও প্রদর্শনী কেন্দ...

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের অর্থন...

image

নতুন প্রজন্মের জন্য সবুজ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকারে কালীগঞ্জে...

গাজীপুর প্রতিনিধি: বিএনপি'র কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সবুজ পৃথিবী গ...

image

কালীগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে কৃষক প্...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ২০২৪-২৫ অর্থবছরের মসলার উন্নত জাত ও প্...

  • company_logo