• সমগ্র বাংলা

কালীগঞ্জে কৃষকের গরু চুরির হিড়িক, পুলিশের সহায়তায় উদ্ধার হলো ৩টি গরু

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে গরু চোর চক্রের তৎপরতা। সম্প্রতি কৃষকের খামার থেকে একের পর এক গরু চুরির অভিযোগ উঠে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২২ এপ্রিল) ভোররাতে কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রাথুরা দক্ষিণপাড়া গ্রামে কৃষক মো. জালাল উদ্দিন শেখের খামার থেকে চুরি হয় দুটি গরু ও একটি বাছুর।

চুরির বিষয়টি পরদিন সকালে খামারে গিয়ে আবিষ্কার করেন কৃষক জালাল উদ্দিন। দ্রুত আশেপাশে খোঁজাখুঁজি করে কোনো সাড়া না পেয়ে থানায় ছুটে যান তিনি। তবে সেখানে গিয়ে দেখেন, একটি পিকআপ গাড়ির পাশে দুটি গরু ও একটি বাছুর বাঁধা রয়েছে। তিনি সেগুলো শনাক্ত করেন নিজের গরু হিসেবে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম জানান, পুলিশ রাতে টহলের সময় সন্দেহভাজন একটি পিকআপ গাড়িকে থামানোর চেষ্টা করে। পুলিশি উপস্থিতি টের পেয়ে পিকআপ চালক দ্রুত পালানোর চেষ্টা করে। পরে থানা থেকে আরো একটি টিম টহলরত পুলিশের সাথে যুক্ত হয়ে সামনে থেকে ধাওয়া করে। এক পর্যায়ে চোরেরা একটি বাচুর পিকআপ থেকে ফেলে দেয় পুলিশের গাড়ির গতিরোধের জন্য। তবে শেষ পর্যন্ত পিকআপ ফেলে চোর চক্র পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে একটি পিকআপ, দুটি গরু ও একটি বাছুর উদ্ধার করা হয়। বাকি একটি বাছুর উপজেলার মৈশাইর বাজার এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে থানায় আনা হয়েছে।

এলাকার সাধারণ মানুষ এবং কৃষকদের মধ্যে চুরি নিয়ে চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত চোর চক্রকে গ্রেপ্তার এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, "আমরা উদ্ধার হওয়া গরুগুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি। পিকআপ গাড়িটি জব্দ করা হয়েছে এবং চোর চক্রকে চিহ্নিত করে খুব শিগগিরই আইনের আওতায় আনা হবে।"

 

মন্তব্য (০)





image

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গোপালপুরে র‍্যালি ও আলোচন...

গোপালপুর প্রতিনিধি:  টাঙ্গাইলের গোপালপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২...

image

মাগুরায় নানা আয়োজনে শ্রমিক দলের মহান মে দিবস পালন

মাগুরা প্রতিনিধি আজ মহান মে দিবস। দিবসটিতে এবারের প্রতিপাদ্য-‘শ্রমিক-মালিক এক হয়ে, ...

image

দিনব্যাপী নানা আয়োজনে লালমনিরহাটে মহান মে দিবস পালিত

 লালমনিরহাট প্রতিনিধি: ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন ক...

image

৭২ এর সংবিধানকে বাতিল করে নতুন গঠনতন্ত্র প্রণয়ণ করতে হবে...

পঞ্চগড় প্রতিনিধি: আওয়ামী লীগ এখনো ৭২ এর সংবিধানে রয়ে গেছে। তাই ৭২ এর সংবিধা...

image

নড়াইলে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি...

নড়াইল  প্রতিনিধিঃ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নড়াইলে মহান মে দিবস এব...

  • company_logo