
ছবিঃ সিএনআই
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে গোপালপুর উপজেলা শ্রমিক
ফেডারেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১ মে) সকালে র্যালিটি গোপালপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে কোনাবাড়ী বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে পুরাতন পৌর চত্বরে আলোচনা সভার মধ্য দিয়ে র্যালি শেষ হয়।
র্যালিতে উপজেলার বিভিন্ন শ্রমজীবী মানুষ, সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
গোপালপুর শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, গোপালপুর শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, বাস শ্রমিক সমিতির সভাপতি লিটন খান, সনসাধারণ সম্পাদক মোঃ ইবনে খালিদ,
শ্রমিক ফেডারেশনের সদস্য সচিব ও বাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. আমিনুল ইসলাম, বাস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন, ট্রাক শ্রমিক সমিতির সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মাসুম, গোপালপুর কর্মচারী সমিতির সভাপতি হাবিবুর রহমান হাবিব, অটো রিকশা নসিমন রেজিস্ট্রেশন ২৬০৬ এর সভাপতি মোঃ ইসুব আলী, গোপালপুর শহর যুবদলের সভাপতি মামুনুর রহমান মামুন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন রাবন, গোপালপুর উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সকল শ্রমিক সদস্য বৃন্দ।
র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি ও সামাজিক সুরক্ষা নিয়ে বক্তব্য রাখেন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি, তাই তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মাগুরা প্রতিনিধি আজ মহান মে দিবস। দিবসটিতে এবারের প্রতিপাদ্য-‘শ্রমিক-মালিক এক হয়ে, ...
লালমনিরহাট প্রতিনিধি: ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন ক...
পঞ্চগড় প্রতিনিধি: আওয়ামী লীগ এখনো ৭২ এর সংবিধানে রয়ে গেছে। তাই ৭২ এর সংবিধা...
নড়াইল প্রতিনিধিঃ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নড়াইলে মহান মে দিবস এব...
ফরিদপুর প্রতিনিধি ঃ ফরিদপুরে মহান মে দিবস ২০২৫ এবং জাতীয় পেশাগত স্ব...
মন্তব্য (০)