• লিড নিউজ
  • কূটনৈতিক সংবাদ

জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেঃ মার্কিন পররাষ্ট্র মুখপাত্র

  • Lead News
  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

অনলাইন ডেস্কঃ জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক বলেন, বাংলাদেশে পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। প্রচুর প্রতিবেদন আসছে— দুই সপ্তাহ আগে দ্য নিউইয়র্ক টাইমসেও একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে ইউনূস-সমর্থিত (প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস) সরকারের শাসনামলে বাংলাদেশে ইসলামি সন্ত্রাসবাদ বা চরমপন্থার উত্থান ঘটছে। প্রতিবাদকারীরা প্রকাশ্যে ওসামা বিন লাদেনের ছবি প্রদর্শন করছেন, এমনকি নাৎসি প্রতীকের মতো চিত্রও দেখা গেছে, যেমন এই ছবিটি ঢাকার।

ট্যামি ব্রুস বলেন, হ্যাঁ।  

বাংলাদেশ নিয়ে আরেক প্রশ্নে সাংবাদিক বলেন, তারা কেএফসি, কোকা-কোলার মতো আমেরিকান ব্র্যান্ডগুলোকে টার্গেট করছে এবং সেখানে ইহুদিবিদ্বেষী বক্তব্য ছড়ানো হচ্ছে— যার পেছনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মতো ব্যক্তিদের উসকানির অভিযোগও রয়েছে।

জবাবে ব্রুস বলেন, আমি আপনার কথা শুনলাম। আপনার আগ্রহ ও উদ্বেগের প্রশংসা করছি। বাংলাদেশ এমন একটি দেশ, যে দেশের নানা চ্যালেঞ্জ রয়েছে। আমরা এই দেশ নিয়ে আগেও বহুবার কথা বলেছি, বিশেষ করে এখানকার সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে। তবে এই নির্দিষ্ট প্রসঙ্গটি আমরা আলাদাভাবে বিবেচনা করব।

তিনি বলেন, বাংলাদেশ নিয়ে আমি একটি বিষয় উল্লেখ করতে চাই—সেটি হলো, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বাংলাদেশের আদালত। এটি বাংলাদেশের বিচারব্যবস্থার আওতাধীন একটি বিষয়। আপনি যেসব ঘটনা তুলে ধরেছেন— যেমন বিক্ষোভ-প্রতিবাদ ইত্যাদি—সবই বাংলাদেশের কর্তৃপক্ষের দেখভালের বিষয়, এবং তাদের সঙ্গে আলাপ-আলোচনা করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, শেষ পর্যন্ত বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে বাংলাদেশের জনগণের মাধ্যমে। তারা এমন বাস্তবতার মুখোমুখি, যেটির কথা আপনি বলছেন—এবং আমরা নিজেরাও সেসব দেখেছি। আর নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথার কথা হিসেবে বলছি না— গণতন্ত্র সত্যিই গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের গুরুত্ব আছে এবং মানুষের কর্মকাণ্ডও গুরুত্বপূর্ণ— কারণ এসব দিয়েই তারা এমন সমস্যাগুলোর মোকাবিলা করতে পারে, যা গত ২০–২৫ বছরে আমরা দেখেছি, যেগুলো অনেক সময় মানুষের জীবন বিপর্যস্ত করেছে। এখন অনেক দেশের জন্যই সামনে কোন পথ বেছে নেওয়া উচিত—তা স্পষ্ট হয়ে গেছে।

মন্তব্য (০)





image

কৌশলগত মিত্র হিসেবে ভারতের ভূমিকার প্রশংসায় ক্যারোলিন লিভিট

অনলাইন ডেস্কঃহোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট ইন্দো-প্রশান্ত মহ...

image

ইরান ইউরেনিয়াম যেখানে লুকিয়েছে সেখানেই হামলা হবে: ক্যারোল...

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয়...

image

এবার ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একজোট পাকিস্তান-তুরস্ক

অনলাইন ডেস্কঃ তুরস্কের ইস্তাম্বুলে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম সম্মেলনের ফ...

image

নেতানিয়াহু একদিন থাকবে না, কিন্তু ইরান থাকবে: দিমিত্রি ম...

অনলাইন ডেস্কঃ রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির নিরাপত্তা কাউন্সিলের উ...

image

ইসরায়েল ‘সন্ত্রাস ছড়াচ্ছে’ জাতিসংঘে মুখ ফসকে মার্কিন রাষ্...

অনলাইন ডেস্কঃ জাতিসংঘে দেওয়া এক বক্তব্যে ভুলবশত ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে &...

  • company_logo