• প্রশাসন

নওগাঁয় প্রশাসনের তৎপরতায় যাত্রীরা ফিরছেন ন্যায্য ভাড়ায়

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: ঈদের দীর্ঘ ছুটি শেষ। নওগাঁ থেকে হাজার হাজার মানুষ বর্তমানে তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। সিংহভাগ মানুষই যাচ্ছেন ঢাকায়। এমতাবস্থায় ট্রেন থেকে শুরু করে বাসে যাত্রীদের চাপ সবখানে। বিগত ঈদের এই সময়টাতে নওগাঁ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সকল শ্রেণির বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ গ্রহণ করতো সংশ্লিষ্টরা। 

তবে এবার ঈদে যেন কোন যাত্রীর কাছ থেকে কেউ বাসের নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সেই জন্য প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ টিম মাঠ পর্যায়ে কাজ করছে। তবে এখন পর্যন্ত নওগাঁয় কোন যাত্রীর কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের কোন অভিযোগ পাওয়া যায়নি। আর অতিরিক্ত ভাড়া যেন আদায় করা না হয় সেই বিষয়ে নওগাঁর প্রতিটি ঢাকা বাস কাউন্টারে গিয়ে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক বার্তা প্রদান কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনুল আবেদীন।

শহরের চকমুক্তার এলাকার বাসিন্দা নজরুল ইসলাম জানান ঈদের ছুটি শেষে নিজ কর্মস্থল ঢাকায় ফিরছেন তিনি। তবে তিনি আগেই অগ্রিম বাসের টিকিট কেটে রেখেছেন। তবে ঈদের এমন সময়ে নামীদামী বাস কাউন্টারগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করা না হলেও লোকাল যে সব বাস আছে তারা যাত্রীদের ছিট নেই এমন অজুহাতে ব্লাক মেইল করে এই মৌসুমে কিছুটা অতিরিক্ত ভাড়া আদায় করে। তবে ঈদের এই সময়টায় প্রশাসন কঠোর নজরদারী অব্যাহত রাখলে কেউ অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ নিতে পারবে না।  

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনুল আবেদীন জানান জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক শনিবার নওগাঁর ঢাকা বাসস্টান্ডে গিয়ে প্রতিটি বাস কাউন্টারের ব্যক্তিদের অতিরিক্ত ভাড়া যেন আদায় করা না হয় সেই বিষয়ে কঠোর সতর্ক বার্তা প্রদান করেছেন। এরপর যদি অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায় তাহলে সেই বাস কাউন্টারের ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি মানুষ যেন ঈদ শেষে নিরাপদে নওগাঁ থেকে তাদের স্ব স্ব কর্মস্থলে বিনা প্রতারণায় পৌছতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করতে প্রশাসন বদ্ধ পরিকর। যদি কোন যাত্রী কোন বাসের লোক দ্বারা প্রতারিত হন তাহলে বিষয়টি জানালে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তর মূলক শাস্তি নিশ্চিত করা হবে। যতদিন না যাত্রীদের চলাচল স্বাভাবিক হচ্ছে ততদিন প্রশাসনের এমন ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বত...

image

নির্বাচনে পুলিশ সদস্যদের শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি...

নিউজ ডেস্ক : ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, সকল পুলিশ সদস্যক...

image

লটারির মাধ্যমে আরএমপির ১২ থানার ওসি রদবদল

নিউজ ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী মহানগর পুলিশ...

image

আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন

নিউজ ডেস্ক : ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন...

image

ডিএমপির ১৩ ডিসির বদলি

নিউজ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ, মতিঝিল ও গুলশান বিভাগে...

  • company_logo