• প্রশাসন

নওগাঁয় প্রশাসনের তৎপরতায় যাত্রীরা ফিরছেন ন্যায্য ভাড়ায়

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: ঈদের দীর্ঘ ছুটি শেষ। নওগাঁ থেকে হাজার হাজার মানুষ বর্তমানে তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। সিংহভাগ মানুষই যাচ্ছেন ঢাকায়। এমতাবস্থায় ট্রেন থেকে শুরু করে বাসে যাত্রীদের চাপ সবখানে। বিগত ঈদের এই সময়টাতে নওগাঁ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সকল শ্রেণির বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ গ্রহণ করতো সংশ্লিষ্টরা। 

তবে এবার ঈদে যেন কোন যাত্রীর কাছ থেকে কেউ বাসের নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সেই জন্য প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ টিম মাঠ পর্যায়ে কাজ করছে। তবে এখন পর্যন্ত নওগাঁয় কোন যাত্রীর কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের কোন অভিযোগ পাওয়া যায়নি। আর অতিরিক্ত ভাড়া যেন আদায় করা না হয় সেই বিষয়ে নওগাঁর প্রতিটি ঢাকা বাস কাউন্টারে গিয়ে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক বার্তা প্রদান কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনুল আবেদীন।

শহরের চকমুক্তার এলাকার বাসিন্দা নজরুল ইসলাম জানান ঈদের ছুটি শেষে নিজ কর্মস্থল ঢাকায় ফিরছেন তিনি। তবে তিনি আগেই অগ্রিম বাসের টিকিট কেটে রেখেছেন। তবে ঈদের এমন সময়ে নামীদামী বাস কাউন্টারগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করা না হলেও লোকাল যে সব বাস আছে তারা যাত্রীদের ছিট নেই এমন অজুহাতে ব্লাক মেইল করে এই মৌসুমে কিছুটা অতিরিক্ত ভাড়া আদায় করে। তবে ঈদের এই সময়টায় প্রশাসন কঠোর নজরদারী অব্যাহত রাখলে কেউ অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ নিতে পারবে না।  

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনুল আবেদীন জানান জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক শনিবার নওগাঁর ঢাকা বাসস্টান্ডে গিয়ে প্রতিটি বাস কাউন্টারের ব্যক্তিদের অতিরিক্ত ভাড়া যেন আদায় করা না হয় সেই বিষয়ে কঠোর সতর্ক বার্তা প্রদান করেছেন। এরপর যদি অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায় তাহলে সেই বাস কাউন্টারের ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি মানুষ যেন ঈদ শেষে নিরাপদে নওগাঁ থেকে তাদের স্ব স্ব কর্মস্থলে বিনা প্রতারণায় পৌছতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করতে প্রশাসন বদ্ধ পরিকর। যদি কোন যাত্রী কোন বাসের লোক দ্বারা প্রতারিত হন তাহলে বিষয়টি জানালে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তর মূলক শাস্তি নিশ্চিত করা হবে। যতদিন না যাত্রীদের চলাচল স্বাভাবিক হচ্ছে ততদিন প্রশাসনের এমন ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মাগুরার সেপ্টেম্বর মাসের ...

মাগুরা প্রতিনিধি: জনগণের আস্থা ও সেবার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মা...

image

৪ শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ

নিউজ ডেস্ক : বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের ৪ সহকারী পুলিশ সুপারক...

image

‎ডিএমপির শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ(ওসি) হাফিজুর রহমান পিপিএম

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সেপ্টেম্...

image

প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

নিউজ ডেস্ক : রাজধানীর প্রধান বিচারপতির সরকারি বাসভবন, সুপ্রিম কোর্ট এলাক...

image

পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে রদবদল

নিউজ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৮ জন উর্ধ্বতন কর্মকর্তাকে পদায়ন কর...

  • company_logo