
রংপুর ব্যুরোঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (ইউএপিইও) পদে কর্মরত কর্মকর্তাদের গ্রেড (১০ম হতে ৯ম) উন্নীতকরণের দাবি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোভুক্ত উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (ইউএপিইও) পথটি ১৯৭৮ সালে সৃষ্টি হয়েছে। পরবতীতে ১৯৯৪ সালে সংশোধিত নিয়োগবিধি অনুযায়ী পদটি ১০ম গ্রেডে উন্নীত করা হয়।সে সময়ের অধস্তন প্রধান শিক্ষক পদটি ১৭তম গ্রেডে এবং সহকারী শিক্ষার পথটি ১৮তম গ্রেডে ছিল।
প্রধান শিক্ষক পদটি কয়েক দফায় উন্নীত করার ফলে ২০১৪ সালে ১১তম গ্রেড এবং সম্প্রতি উন্নতর আদালতের হয়ে ১০ম গ্রেড ও সহকারী শিক্ষক পদটি চার দফায় ২০২০ সালে ১৩তম গ্রেডভুক্ত হয়।
উল্লেখ্য ১৯৯৪ থেকে ২০২২সাল পর্যন্ত এই দপ্তরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও পিটিআই সুপারিনটেনডেন্ট পদটি ৯ম গ্রেড থেকে ৬ষ্ট গ্রেডে এবং পিটিআই ইন্সট্রাক্টর পদটি ৩য় শ্রোণি থেকে ১ম শ্রেণি (৯ম গ্রেড) উন্নীতকরণ করা হয়েছে।এছাড়াও উপজেলা পর্যায়ের অন্যান্য দপ্তরে সমগ্রেডে কর্মকর্তা এই সুদীর্ঘ ৩০ বছরে ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীককরণ হয়েছে। কিন্তু দীর্ঘ ৩০ বছর ধরে ইউএপিইও পদটি ১০গ্রেডেই অপরিবর্তিত রয়েছে।
চাকুরীর কর্মপরিধির বাহিরে বিভাগীয় কাজের পাশাপাশি অন্যান্য বিভাগের ৯ম গ্রেডের কমকতার ন্যায় সরকার কর্তৃক্ দায়িত্ব পালন করেন। ভোটার রেজিট্রেশন সংক্রান্ত কাজে সহকারী রেজিট্রেশন অফিসারসহ, নির্বাচনে প্রিজাইডিং অফিসার,সমাজসেবামূলক কাজ, পরিবার পরিকল্পনা সংক্রান্ত স্বাস্থ্য সেবা ও নকল মুক্ত পরিবেশে পাবলিক পরীক্ষা অনুষ্ঠানে সহায়তা প্রদানসহ জেলা ও উপজেলা প্রশাসন কর্তৃক অর্পিত বিভিন্ন সহকারি দায়িত্ব পালন করে থাকেন।
অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত এমএফ (আইসি)অনুযায়ী নন ক্যাডার ১ম শ্রেণি) জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা এবং ইউএপিইও নিয়োগ ও শিক্ষাগত যোগ্যতা,শর্তাবলী একই।
বর্তমানে উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এর অনুমোনিক পদসংখ্যা ২৬০৭ টি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং ৫১৯টি। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এর পদ সংখ্যা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এই পদসংখ্যার পাঁচগুণেরও বেশি। নিয়োগবিধি অনুযায়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিলার পদের ৫০% হিসেবে ২৫৮টি পদে প্রতি ১০ জনে ১ জন ইউএপিইর পদোন্নতি সুযোগ রাখা হয়েছে।
সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মামলার রিভিউ পিটিশর ১২৪/২০২২ খারিজ হয় এবং মুল মামলায় রিট পিটিশন নং ৩২১৪/২০১৮ এর রায় বহাল থাকে। অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটি ১০ম গ্রেডে চুড়ান্ত বায় প্রদান করা হয়। উল্লেখ্য ইউএপিইএ প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের প্রশাসনিক ও একাডেতিক অ এক্ষেত্রে ইউএপিইও, প্রধান শিক্ষক একই গ্রেড হওয়াতে ভাবের নিয়ন্ত্রণকারী কর্মকর্তা হিসেবে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে বিশৃঙ্খলা সৃষ্টিও চেইন অব কমান্ড ভেঙে যা্ওয়ার আশঙ্খা রয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক শিক্ষার বৈষম্য নিরসনে গঠিত কনসালটেশন কমিটির রিপোর্ট অনুযায়ী শিক্ষা প্রশাসন ও বাবস্থাপনা এর জনবল এবং আর্থিক ও বস্তুগত সম্পদ ব্যবস্থাপনায় শিক্ষক ও কর্মকর্তাদের পদের গ্রেড উন্নীতকরণের বিষয়ে সুপারিশ করা হয়। সহকারী উপজেলা।এ পদটিকে ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবী জানিয়ে আসছে।
এই পদটি ২য় শ্রেণি থেকে ১ম শ্রেণিতে উন্নীতকণের পক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ১৯তম বৈঠকে সুপারিশ ছিল। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির ২য়, ১৮তম ও ২৫তম বৈঠকে প্রথম শ্রেণিতে সুপারিশ করা হয়েছিল।বিগত ০৬/০৯/২০০৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বিধি এর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ইউ,টিএপিইও পদটি ২য় শ্রেণি থেকে ১ম শ্রেণিতে উন্নীত করার পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা (সওব্য) অনুবিভাগকে অনুরোধ করা হয়। ৮৬ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২১তম সভায় সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি জানতে চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন।
এসময় উপস্থিতি ছিলেন বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা এসোসিয়েশন এর সভাপতি মো: মোজাহিদুজ্জামান ও সাধারন সম্পাদক মুহ:সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোঃ আবুল কালাম আজাদ,মোঃ এবি. মোকতাদের বিল্লাহ,মোঃ শাহীনূর আলম, মোঃ কামরুজ্জামানসহ সকল কর্মকর্তারা।
মন্তব্য (২)
Tod
Regards. An abundance of knowledge. casino en ligne fiable Beneficial data, Regards! casino en ligne Terrific content. Kudos! casino en ligne Nicely put. Regards. casino en ligne fiable Nicely put, Appreciate it. casino en ligne Terrific data Thanks a lot. casino en ligne francais You explained this perfectly! casino en ligne France Regards. Numerous write ups! casino en ligne fiable Beneficial data Cheers! meilleur casino en ligne You revealed that fantastically. casino en ligne
Maryann
Cheers! Awesome stuff! casino en ligne fiable This is nicely expressed! ! casino en ligne This is nicely expressed! ! casino en ligne francais Cheers! Very good information! casino en ligne fiable Many thanks, A good amount of postings. meilleur casino en ligne You've made your point quite clearly!! meilleur casino en ligne Nicely put, Kudos. meilleur casino en ligne Kudos, A lot of posts! casino en ligne fiable Very good posts Thanks a lot. casino en ligne Thanks a lot, Numerous information. casino en ligne francais