
ছবিঃ সিএনআই
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: শিশুর সুস্বাস্থ্য নিশ্চিতকরণের লক্ষ্যে “ভিটামিন ‘এ’ খাওয়ান-শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে দিনব্যাপী জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন-২০২৫ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সকালে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতিমা মাহজাবিন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ৬-১১ মাস বয়সী শিশুদের নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলার ১৮ টি ইউনিয়নে ৪৩২ টি ও শিবচর পৌরসভায় ৩২ টি অস্থায়ী ক্যাম্প এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ মোট ৪৬৫ টি ক্যাম্পে সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ফাতিমা মাহ্জাবিন বলেন, ভিটামিন ‘এ’ খাওয়ালে শিশুর পুষ্টি বৃদ্ধি ও স্বাভাবিক বৃদ্ধি বাড়ে। এ ছাড়া, রাতকানা রোগ এবং মৃত্যুহার হ্রাস করা যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় । আমরা আশা করছি যে, উপজেলায় কোনো শিশু বাদ পড়বে না। দিনব্যাপী এ ক্যাম্পেইনে উপজেলায় ৪৬৫টি কেন্দ্রে এই কার্যক্রম চলবে।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. ইব্রাহিম হোসেন, মেডিসিন কনসালটেন্ট ডা. চৌধুরী ফয়সালসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা,নার্স ও কর্মচারীগণ।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে পরে সামিরা আক্তা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার প্রত্যন্ত বালুদিয়ার গ্রামে ক্যান...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ঈদ আনন্দে মায়ের সাথে নানাবাড়িতে বেড়া...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে হাবিবু...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ জন্ম নেওয়ার সাথে সাথে এক শিশু সন...
মন্তব্য (০)