• শিশু সংবাদ

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা উপস্থাপন

  • শিশু সংবাদ

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্ঠস্বরকে গুরুত্ব দিয়ে সরকার ও বেসরকারি খাতের সমন্বিত, প্রমাণভিত্তিক ও টেকসই উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।

আজ (১৮ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের মেঘনা হলে উন্নয়ন সংগঠন অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর আয়োজনে এবং অ্যাকপেট ইন্টারন্যাশনাল-এর সহায়তায় জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণার ফলাফল উপস্থাপন ও সংলাপ অনুষ্ঠিত হয়।

“চিলড্রেন নো বেটার: মেকিং চাইল্ড পার্টিসিপেশন দ্য কি টু ইমপ্রুভিং ইফেকটিভনেস অব অ্যাকশন এগেইনস্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন” প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের বাস্তব অভিজ্ঞতা ও মতামতের আলোকে জাতীয় পর্যায়ে নীতি ও কর্মপরিকল্পনা প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

প্রকল্পের অংশ হিসেবে রাজশাহী জেলার মোহনপুর উপজেলা, গোদাগাড়ি উপজেলা এবং রাজশাহী সিটি করপোরেশনের ২৫ জন শিশুনেতার সক্রিয় অংশগ্রহণে শিশু নেতৃত্বাধীন গবেষণা পরিচালিত হয়। গবেষণায় শিশুরা নিজেদের সহপাঠীদের সঙ্গে ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি), সাক্ষাৎকার এবং স্থানীয় সিদ্ধান্তগ্রহণকারীদের সঙ্গে কী ইনফরম্যান্ট ইন্টারভিউ (কেআইআই) পরিচালনা করে। এর মাধ্যমে তারা শিশুদের প্রতি যৌন শোষণের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি, সামাজিক প্রতিবন্ধকতা, বিদ্যমান সেবার সীমাবদ্ধতা এবং প্রতিরোধের সম্ভাব্য পথসমূহ চিহ্নিত করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (যুগ্ন সচিব) আনোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিশু নেতৃত্বে পরিচালিত গবেষণাকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, “শিশুদের অভিজ্ঞতা থেকে পাওয়া তথ্য আমাদের বাস্তবতা বুঝতে সহায়তা করে। আবেগের পরিবর্তে যুক্তিনির্ভর সিদ্ধান্ত এবং সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে শিশু সুরক্ষা কার্যক্রম আরও কার্যকর করা সম্ভব।” তিনি শিশুদের সুরক্ষায় দায়িত্বশীল সকল প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন।

এসিডির নির্বাহী সভাপতি প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ^বিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রফেসর ড. কাজী মারুফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের অতি.পরিচালক এমএম মাহমুদউল্লাহ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোছা. কানিজ তাজিয়া। আলোচনায় বক্তারা শিশু সুরক্ষা নীতিমালা বাস্তবায়ন, জাতীয় কর্মপরিকল্পনা (২০১৮-২০৩০) অনুসরণ এবং মাঠপর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর মত দেন।

কর্মসূচির মূল পর্বে শিশুদের নেতৃত্বে পরিচালিত গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন সুমাইয়া আফরিন শ্যামা ও সাবিহা জান্নাতি নিশা। তারা গবেষণার প্রক্রিয়া, প্রাপ্ত তথ্য-উপাত্ত এবং শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে করণীয় বিষয়গুলো তুলে ধরেন। উপস্থাপনায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে অভিযোগ কমিটি গঠন, জাতীয় হেল্পলাইন ১০৯-এর কার্যকর ব্যবহার, ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার ও ভিকটিম সাপোর্ট সেন্টার জোরদার, গণপরিবহন ও জনসমাগমস্থলে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি এবং শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করার সুপারিশ করা হয়।

এসিডির প্রকল্প সমন্বয়কারী মো. আলী আহমেদ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসিডির টিম লিডার (অ্যাডভোকেসি, লবি অ্যান্ড নেটওয়ার্ক) সুব্রত কুমার পাল এবং তথ্যচিত্র উপস্থাপন করেন এসিডির প্রোগ্রাম ম্যানেজার মনিরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অ্যাকশন এইডের ব্যবস্থাপক আব্দুলাহ আল মামুন, প্ল্যান ইন্টারন্যাশনালের সাগুফা আহমেদ, বৃটিশ কাউন্সিলের প্রোগ্রাম ম্যানজোর আব্দুর রহমান খান, নেটজড বাংলাদেশের এর প্রোগ্রাম ম্যানেজার সারা জামান, ইনসিডিন বাংলাদেশ এর অপারশেন চীফ মুশফিকুর রহমান, উন্নয়ন গবেষক মোজাহিদুল ইসলাম নয়ন, প্রভা অরোরার ব্যবস্থাপনা পরিচালক বিধান চন্দ্র পাল, এমআরডিআই এর সালমা জান্নাতসহ,  বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

 

মন্তব্য (০)





image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

image

অটিজম হোম প্রাঙ্গণে রঙিন আয়োজন: বিশেষ শিশুদের হাসিতে মুখর...

রংপুর ব্যুরো : আমার সন্তান-আমার পৃথিবী”-এই মানবিক ও অন...

image

সরকারি চাকুরিজীবী অভিভাবক পেল অজ্ঞাত পরিচয় পরিত্যক্ত শিশু

দিনাজপুর প্রতিনিধি : উপযুক্ত অভিভাবক পেল নাম পরিচয় হীন দিনাজ...

image

জামালপুরে 'গরীবের সইমিং পুল' এপির শিশু ও যুব ফোরামের সাতা...

জামালপুর প্রতিনিধি : প্রতি বছর জামালপুরে সাতার না জানার কারণ...

image

সাতকানিয়ায় নুডলস আটকে সাত মাস বয়সী শিশুর মৃত্যু

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম...

  • company_logo