ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদিন ব্যাপী অষ্টম কাব ক্যাম্পুরী শুরু হয়েছে।
নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শুক্রবার বিকেলে (১২ডিসেম্বর) বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এরআগে জাতীয় পতাকা ও স্কাউটসয়ের পতাকা উত্তোলন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা স্কাউটসয়ের কমিশনার সাইফুল ইসলাম, জেলা স্কাউটসয়ের সম্পাদক আতাউর রহমান, বাংলাদেশ স্কাউটস জাতীয় প্রশিক্ষণ কেন্দ্র দেবীগঞ্জের উপ-পরিচালক বিমল চন্দ্র রায় বক্তব্য দেন।
জেলা স্কাউটসয়ের সম্পাদক আতাউর রহমান জানান, জেলার ছয় উপজেলার ৭২টি ইউনিটের ৫’শ ৪জন সদস্য কাব শিশু অংশ নিচ্ছে। আগামী ১৫ডিসেম্বর এই ক্যাম্প শেষ হবে।
বলেন, ‘স্কাউটিং করবো, সুন্দর পৃথিবী গড়বো’ এই শ্লোগানে ক্যাম্পপুরী অনুষ্ঠিত হচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, স্কাউটিং এর উপর দক্ষতা ও কৌশল অর্জন করবে এই ক্যাম্প থেকে। পরবর্তিতে জেলা পর্যায়ের অংশগ্রহণকারীরা আঞ্চলিক পর্য়ায়ের ক্যাম্পুরীতে অংশ নেবে।
রংপুর ব্যুরো : আমার সন্তান-আমার পৃথিবী”-এই মানবিক ও অন...
দিনাজপুর প্রতিনিধি : উপযুক্ত অভিভাবক পেল নাম পরিচয় হীন দিনাজ...
জামালপুর প্রতিনিধি : প্রতি বছর জামালপুরে সাতার না জানার কারণ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকে...

মন্তব্য (০)