
ছবিঃ সিএনআই
জাককানইবি প্রতিনিধিঃ জুলাই-আগস্ট ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যূত্থানে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত ত্রিশালের সতেরপাড়ার মো. মোফাজ্জল হোসেনের চিকিৎসার জন্য ২০,০০০/- (বিশ হাজার) টাকার একটি চেক প্রদান করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার (০৪ মার্চ) সকালে উপাচার্যের অফিস কক্ষে এসে চেকটি গ্রহণ করেন আহত মো. মোফাজ্জল হোসেন ও তাঁর স্ত্রী মোসা. মর্জিনা আক্তার। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী উপস্থিত ছিলেন।
আহত ব্যক্তিকে চেক তুলে দেওয়ার সময় সহমর্মিতা প্রকাশ করে উপাচার্য তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। এদিকে চেক গ্রহণ করে আহত মোফাজ্জল উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আন্তরিক ধন্যবাদ প্রদান করেন।
উল্লেখ্য, আহত মোফাজ্জলের দেয়া তথ্যমতে গত ৫ আগস্ট ২০২৪ তারিখ ফ্যাসিস্ট সরকারের পতনের দিন বিকালে গাজীপুরের মাওনায় মিছিলে অংশ নিলে বিজিবি-এর গুলিতে তাঁর ডান পা মারাত্মকভাবে আহত হয়। অটো রিক্সা চালক মোফাজ্জলের চিকিৎসায় তাঁর ইতোমধ্যেই তিন লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে তিনি জানান। চিকিৎসা ব্যয় ও উপার্জনে অক্ষম হয়ে পড়ায় আর্থিক সাহায্য চেয়ে উপাচার্য বরাবর গত ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে আবেদন করেন মোফাজ্জল হোসেন। মানবিক দিক বিবেচনায় নিয়ে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের দান-অনুদান তহবিল হতে তাঁকে ২০,০০০/- (বিশ হাজার) টাকার এই চেক প্রদান করেন।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ প্রতিকূলতা ও চরম আর্থিক সংকটকে পেছনে ফেলে এবারে ৪৪ত...
নওগাঁ প্রতিনিধি: চীনের বেইহাং বিশ্ববিদ্যালয়ের সেরা গ্রাজুয়েট অ্যাওয়ার্ড পেয়েছ...
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহঃ ব্রুসেলোসিস একটি ভয়াবহ ব্যাধি যা গৃহপা...
বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ‘ভোক্তা-অ...
নিউজ ডেস্কঃ মায়ের অসুস্থতার কারণে এইচএসসির প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক...
মন্তব্য (১)
Theresa
Excellent facts Kudos! casino en ligne francais Appreciate it. A lot of material. casino en ligne Many thanks. Valuable information! casino en ligne You actually reported it superbly. casino en ligne France Kudos! I value this. meilleur casino en ligne You expressed this very well. casino en ligne France You actually said this well! casino en ligne fiable Factor very well considered.. casino en ligne Very good advice, Kudos! casino en ligne France Wonderful material. Appreciate it! casino en ligne