
ফাইল ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে চার বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে রাজারহাট থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, রোববার(৮ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ছিনাই ইউনিয়নের ছিনাই বড়গ্রাম গ্রামের ৪বছরের শিশুকন্যাকে ধর্ষণ করার সময় শিশুটির আত্মচিৎকারে বাড়ির লোকজন ও এলাকাবাসীরা ছুটে এসে ধর্ষক মমিনুল ইসলাম(৩০)কে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক মমিনুল ইসলামকে গ্রেফতার করে রাজারহাট থানায় নিয়ে আসে। মমিনুল ইসলাম লালমনিরহাট জেলা সদরের গোবাই গ্রামের আমিনুল ইসলামের ছেলে বলে জানা গেছে। সে শ্বশুড় বাড়ি ছিনাই ইউনিয়নের ছিনাই বড়গ্রাম গ্রামে দীর্ঘদিন ধরে অবস্থান করছিল। এ ঘটনায় ওই দিন রাতে ধর্ষিত শিশুটির মা বাদী হয়ে রাজারহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। মামলা নম্বর ১০, তারিখ: ০৮/১২/২৪ইং। সোমবার(৯ ডিসেম্বর) ধর্ষক মমিনুল ইসলামকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয় বলে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা নিশ্চিত করেন।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে পরে সামিরা আক্তা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার প্রত্যন্ত বালুদিয়ার গ্রামে ক্যান...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ঈদ আনন্দে মায়ের সাথে নানাবাড়িতে বেড়া...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে হাবিবু...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ জন্ম নেওয়ার সাথে সাথে এক শিশু সন...
মন্তব্য (০)