
ছবিঃ সিএনআই
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাড়িতে ডেকে নিয়ে হৃদয়(২৫) নামে এক যুবককে খুন করেছে রুবেল (৪০) নামে এক মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার সকালে উপজেলার যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় যাত্রাপুর গ্রামের মো: জসিম উদ্দিনের ছেলে। ঘাতক রুবেল একই গ্রামের মৃত আব্দুর রহীমের ছেলে।
ঘটনার ৩ ঘন্টার মধ্যে পুলিশ বাড়ির পাশে লুকিয়ে থাকা অবস্থায় ঘাতক মাদক ব্যবসায়ী রুবেলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। রুবেলের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শি ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে হৃদয়কে তার নিজবাড়ি থেকে ডেকে মাদকব্যবসায়ী রুবেল তার বাড়িতে নিয়ে যায়। তার বাড়ির উঠোনে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি শুরংু হয়। এক পর্যায়ে হৃদয়কে উপর্যুপরি ছুরিকাঘাত করে উঠোনে ফেলে রুবেল পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন হৃদয়কে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তিতে আশংকাজনক অবস্থায় ঢাকা নিয়ে যাওয়ার পথে ভৈরব এলাকায় মারা যায়।
খবর পেয়ে প্রথমে আশুগঞ্জ থানা পুলিশ ও পরে জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘাতক রুবেল বাড়ির পাশেই আত্নগোপন করে আছে জেনে পুলিশ পুরো এলাকাটি ঘিরে ফেলে। পুলিশ শ্বাসরোদ্ধকর এমন অভিযানে ঘটনার ৩ ঘন্টার মধ্যেই পাশ্ববর্তি একটি বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এব্যাপারে নিহতের পিতা মো: জসিম উদ্দিন জানান সকালে আমার ছেলে হৃদয়কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় রুবেল। কিছুক্ষণ পরে আমার মেয়ের জামাইয়ের ফোনে জানতে পারি আমার ছেলে রক্তাক্ত অবস্থায় উপজেলা হাসপাতালে।পরে ঢাকা নিয়ে পথে হৃদয় মারাযায়। তিনি বলেন আমার ছেলেকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। খুনিদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন তিনি।
তবে ঘাতক রুবেলে মা লালু বেগম জানান, বাড়ির উঠোনেই হৃদয়ের সাথে রুবেলের হাতাহাতির এক পর্যায়ে রুবেল হৃদয়কে ছুরিকাঘাত করে । তিনি বলেন আমার এই ছেলে মাদকাসক্ত, তার অত্যাচারে আমার পরিবারটি ধ্বংস হয়ে গেছে। এ ব্যাপারে বার বার পুলিশকে বলেও এর কোন প্রতিকার পায়নি। তার জন্য আমার স্বামী স্ট্রোক করে মারা গেছে। আমি নিজে স্ট্রোক করে চিকিৎসাধীন আছি। সে যেন জেল থেকে বেরিয়ে আসতে না পারে। নিজের ছেলের কঠিন শাস্তি দাবী করেন মা লালু বেগম।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাহিদ আহম্মেদ জানান, হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো বলা যাচ্ছে না। ঘটনার মুলহোতা রুবেলকে গ্রেফতার করা হয়েছে। হত্যা মামলা রুজু করার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিভিন্ন গণ পরিবহনে হাইড্রোলিক হর্ণ ব...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর সরকারি (অনার্স) কলেজে দুঃসাহসিক চুরি সংঘটিত হ...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে নাশকতা মামলায় মেলান্দহ উপজেলা পরিষদের সাবেক উপ...
চট্টগ্রামের মিরসরাইতে অনলাইন ব্যবসার আড়ালে নগদ টাকা ছিনতাই চক্রের ৭ সদস্যকে ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে...
মন্তব্য (৫)
Guillermo
Отношения на расстоянии. Школа человеческих отношений. Статус отношений запутанно.
Daniel
Консультация онлайн. Помощь психотерапевта. Консультация онлайн.
Raymond
New years day West virginia university. Gaboon viper. Manna. Ruminate. Madeira.
নাম প্রকাশে অনিচ্ছুক
এইসব রুবেল এর মতো মানুষ সমাজের আবর্জনা। মাদক ব্যবসা থেকে শুরু করে ডাকাতি সব অপকর্মেই জড়িত। হৃদয় হত্যার আসামির ফাসি চাই।
নাম প্রকাশে অনিচ্ছুক
রুবেল এর ফাঁসি চাই