• অপরাধ ও দুর্নীতি

রাণীনগরে তিন জুয়ারীর দন্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের একটি জুয়ার আসর থেকে তিনজন জুয়ারীকে আটক করে দন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার চককুতুব গ্রামে থানা পুলিশ অভিযান পরিচালনা করে তিনজন জুয়ারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করলে আদালতের বিচারক তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে বলে জানিয়েছেন থানার ওসি আব্দুল লতিফ।

স্থানীয়রা জানান প্রভাবশালীদের ম্যানেজ করে দীর্ঘদিন যাবত চককুতুবগ্রামে কতিপয় জুয়ারীরা জুয়ার আসর পরিচালনা করে আসছে। এমন জুয়ার আসরের কারণে অত্র অঞ্চলের অনেক মানুষ পথের ফকির হয়ে গেছে। অনেকে ঋণ করে ও সুদের উপর টাকা নিয়ে জুয়া খেলার কারণে এলাকা ছাড়া হয়েছে। অনেক পরিবার জুয়া খেলার কারণে নি:স্ব হয়ে গেছে। তাই শুধু মাঝে মধ্যে লোক দেখানো অভিযান পরিচালনা না করে চিহ্নিত জুয়ারুদের আটক করে দীর্ঘ আইনী শাস্তি নিশ্চিত করতে পারলে তবেই এলাকাবাসীদের মাঝে স্বস্তি ফিরে আসতো। তাই আগামীতেও এই ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করতে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছে স্থানীয়রা।

থানার ওসি আব্দুল লতিফ জানান বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, উপজেলার চককুতুবগ্রামে জুয়ার আসর চলছে। এসময় অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা গেলেও অন্যরা পালিয়ে যায়। পরবর্তিতে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করলে আদালতের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন উপজেলার চককুতুব গ্রামের মালেক সরদারের ছেলে রাকিব হোসেন (২৮) কে ১মাসের কারাদন্ড ও ১শত টাকা অর্থদন্ড, একই উপজেলার উত্তর রাজাপুর গ্রামের সাইদুর প্রামানিকের ছেলে এনামুল হক (২৬) কে ৭দিনের কারাদন্ড ও ১শত টাকা এবং সদর উপজেলার চুনিয়াগাড়ি গ্রামের আব্দুল মজিদের ছেলে আবুল হোসেন (৪২) কে ১মাসের কারাদন্ড ও ১শত টাকা অর্থদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তদের রাতেই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উপজেলাকে মাদক মুক্ত করতে ও অপরাধমূলক কর্মকান্ড জিরো টলারেন্সে আনতে পুলিশ সুপার স্যারের পরামর্শ ও নিদের্শনা মোতাবেক আগামীতেও এই ধরণের অভিযান অব্যাহত রাখা হবে বলেও তিনি জানান।
 

মন্তব্য (০)





image

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: সেবা ফার্মেসিকে লাখ ...

গাজীপুর প্রতিনিধি : কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোক্তা অ...

image

‎ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

নিউজ ডেস্কঃ ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান শামীমা...

image

নৌবাহিনীর অভিযান : টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ আটক - ১

কক্সবাজার প্রতিনিধি  : টেকনাফে নৌবাহিনীর অভিযান চালিয়ে ...

image

পাবনায় অস্ত্র ও গুলি তৈরীর সরঞ্জামসহ 'কিলার জাহিদ' গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি : পাবনায় অনুকূল চন্দ্র আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন সাহা প...

image

ঈশ্বরগঞ্জে ইজিপিপি প্রকল্পে অনিয়মের অভিযোগ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...

  • company_logo