• লাইফস্টাইল

সম্মাননা পেলেন সুমাইয়া আক্তার সুমি

  • লাইফস্টাইল

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ মর্যাদাপূর্ণ ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড–২০২৫ (সিজন–৫) অনুষ্ঠানে বেস্ট লাইফস্টাইল অ্যান্ড ফিটনেস ইনফ্লুয়েন্সার ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সুমাইয়া আক্তার সুমি। লাইফস্টাইল ও ফিটনেস সচেতনতা বৃদ্ধিতে তার ধারাবাহিক ও প্রভাবশালী অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার প্রদান করা হয়।

‎এই অনুষ্ঠানটি ১৯ ডিসেম্বর (শুক্রবার) রাজধানীর বাংলাদেশ পর্যটন করপোরেশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিল এসকে মিডিয়া পিআর এবং আয়োজন করে ময়ূরপঙ্খী ফাউন্ডেশন।

‎সুমাইয়া আক্তার সুমি তার নিয়মিত ফিটনেস কনটেন্ট, স্বাস্থ্যকর জীবনযাপন ও ইতিবাচক বার্তার মাধ্যমে অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করে চলেছেন। তার এই অর্জন দেশের ডিজিটাল ইনফ্লুয়েন্সার অঙ্গনে একটি উল্লেখযোগ্য সংযোজন।

‎এ প্রসঙ্গে ইনফ্লুয়েন্সার সুমাইয়া আক্তার সুমি বলেন, 'এই সম্মাননা আমার জন্য অত্যন্ত গর্বের ও অনুপ্রেরণার। লাইফস্টাইল ও ফিটনেস নিয়ে কাজ করার পথচলায় যারা সবসময় আমাকে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তাদের সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ। বিশেষভাবে ধন্যবাদ জানাই এসকে মিডিয়া পিআর ও ময়ূরপঙ্খী ফাউন্ডেশনকে। আরও দায়িত্বশীলভাবে কাজ করে মানুষকে সুস্থ ও ইতিবাচক জীবনধারার পথে অনুপ্রাণিত করতে চাই।'

‎ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করে সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা জাগিয়ে তোলে।

মন্তব্য (০)





  • company_logo