• সমগ্র বাংলা

বগুড়ায় চলছে তারেক রহমানের স্মৃতিবিজড়িত বাড়ির সংস্কার কাজ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান। ঘরের সন্তানকে বরণ করতে তাইতো বগুড়ায় এখন সাধারণ মানুষের মাঝে বইছে উৎসবের আমেজ। শেষ মুহূর্তের সংস্কার কাজ চলছে শহরের সুত্রাপুর রিয়াজ কাজি লেনে অবস্থিত তারেক রহমানের স্মৃতি বিজড়িত বাড়িটিরও। নব রূপে সাজানোর কাজ চলছে এখন।

জানা যায়, ১৯৭৩ সালে নির্মিত বাড়িটি ২০০০ সালে সংস্কার করে ‘গ্রিন এস্টেট’ নামে গড়ে তোলেন তারেক রহমান নিজেই। ২০০১ থেকে ২০০৭ সালের রাজনীতির ব্যস্ত সময়ে তারেক রহমান বগুড়ায় আসলে এই বাড়ি থেকেই পরিচালিত করতেন রাজনৈতিক কার্যক্রম। জিয়ার ব্যাটা দেশেত আসিচ্ছে তাইতো ভালবাসা ও আবেগে রাত দিন কাজ করে যাচ্ছেন শ্রমিকরাও।

সংস্কার কার্যক্রম প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, নির্বাচনের আগে বগুড়ায় এসে আবারও নিজের এই বাড়িতেই থাকবেন তারেক রহমান। তাই দীর্ঘ বছর ধুলোবালিতে ঢেকে থাকা বাড়িটিকে সাজানো হচ্ছে তার আপন রুপে। লালু বলেন, যদি তারেক রহমান নিজের হাতে তার মনোনয়নপত্র বগুড়ায় জমা দিতে আসেন তাহলে হয়তো আগামী ২৮ ডিসেম্বরেই বগুড়ায় আসতে পারেন তিনি।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গর্বিত পুত্র তারেক রহমান এই বগুড়ার সন্তান। বগুড়ার মাটি ও মানুষের সাথে তিনি মিশে আছেন। সংস্কার কাজ চলমান থাকা অবস্থাতেই অসংখ্য মানুষ প্রতিদিনই ভিড় জমাচ্ছেন বাড়ির বাইরে, বলছেন এটি আমাদের তারেক রহমানের বাড়ি। যেহেতু তার আগমনকে ঘিরে এখন সকল নেতাকর্মী ঢাকামুখী রওনা হয়েছেন তাই তিনি তারেক রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকলের জন্য দোয়া কামনা করেছেন।

এদিকে তারেক রহমানের আগমনের খবরে উচ্ছ্বসিত তার নিজ দলের নেতাকর্মীরাও। বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান বলেন, বগুড়ার যেটুকু দৃশ্যমান উন্নয়ন তা তারেক রহমানের হাত ধরেই বাস্তবায়িত হয়েছে। তাই তাকে ঘিরে এই জেলার মানুষের আবেগ ও ভালোবাসা বরাবরই বেশি। তার স্বদেশ প্রত্যাবর্তন হবে ইতিহাসের সাক্ষী।

এছাড়াও বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি বলেন, দেশের সকল প্রতিকূল সময়ে জিয়া পরিবারই দেশকে নতুন করে টেনে তুলেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মতোই বর্তমানে দেশের এই সংকটকালীন মুহূর্তে দেশকে বাঁচাতে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে চলেছে তাদের অভিভাবক তারেক রহমানের।

তিনি বলেন তার আগমনে সারাদেশের কোটি কোটি জনতা আনন্দিত হলেও বগুড়াবাসীর ভালোবাসা অবশ্যই একটু বেশি। দীর্ঘ ১৭ বছর এই এলাকার মানুষ উন্নয়ন বঞ্চিত হয়ে রয়েছেন। সাধারণ মানুষের প্রত্যাশা বগুড়ার সন্তান তারেক রহমানের দেশে আগমনের মধ্য দিয়েই বঞ্চনার আঁধার কেটে যাবে বগুড়াবাসীর। তাকে বরণ করতে মঙ্গলবার থেকেই ঢাকার উদ্দেশ্যে যেতে শুরু করেছেন তাদের হাজার হাজার নেতাকর্মী বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

রাণীনগরে কন্ঠশিল্পী প্রীতির একক সংগীত সন্ধ্যা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে চ্যানেল আই ক্ষুদে গানরাজ খ্যাত মারিয়া ইশরাত...

image

আচরণবিধি লঙ্ঘন করে দোয়া মাহফিলে স্বামীর পক্ষে ভোট চাইলেন ...

জামালপুর প্রতিনিধি : তফসিল ঘোষণার পর আচরণবিধি লঙ্ঘন করে...

image

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে চাটমোহর থেকে ঢাকায় যাচ...

পাবনা প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে...

image

চাটমোহরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলায় মাদকবিরোধী অভিযান চ...

image

ফরিদপুরের বোয়ালমারীর দস্যুতা মামলার প্রধান আসামি আশুলিয়...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলার বোয়ালমারীতে সংঘটিত চাঞ্চল...

  • company_logo