• সমগ্র বাংলা

খুলনায় এনসিপি নেতাকে গুলিবর্ষন ভারতে পালানো ঠেকাতে দিনাজপুরে বিজিবির তৎপরতা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : খুলনায় জাতীয় নাগিরক পার্টি এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মোতালেব শিকদারকে গুলি বর্ষনকারিকে সীমান্ত পেরিয়ে ভারতে পালানো ঠেকাতে দিনাজপুরের সীমান্ত সড়কে তল্লাসি চালাচ্ছেন বিজিবির ৪২ ব্যাটালিয়নের সদস্যরা।

আজ সোমবার দিনভর বিভিন্ন এলাকায় যানবাহন তল্লাসি চালিয়েছে তারা। পাশাপাশি সীমান্ত এলাকা সমুহে বিশেষ টহলসহ নজরদারি জোরদারি জোরদার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবির কর্মকর্তারা জানান, সংঘটিত গুলিবর্ষণের ঘটনায় জড়িত সন্ত্রাসীরা যেন সীমান্ত বা সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে দিনাজপুরে বিজিবির ৪২ ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় বিশেষ টহল, কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করেছেন তারা।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করাসহ চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচার এবং বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনের পাশাপাশি কুখ্যাত সন্ত্রাসী, দুষ্কৃতিকারী ও অপরাধীদের সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশে প্রবেশ বা অনুপ্রবেশ প্রতিরোধে ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করেছেন তারা।

আজ সোমবার খুলনায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি'র শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মোতালেব শিকদারের ওপর সশস্ত্র  হামলার প্রেক্ষিতে দুপুর সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।  সীমান্তজুড়ে কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও, সীমান্তবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্ত বাসিদের কাছে তথ্য সহায়তা চেয়েছেন তারা।

মন্তব্য (০)





image

দোয়া মাহফিলে ভোট প্রার্থনা: বিএনপির প্রার্থীকে কারন দর্শ...

জামালপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩...

image

রাণীনগরে কন্ঠশিল্পী প্রীতির একক সংগীত সন্ধ্যা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে চ্যানেল আই ক্ষুদে গানরাজ খ্যাত মারিয়া ইশরাত...

image

আচরণবিধি লঙ্ঘন করে দোয়া মাহফিলে স্বামীর পক্ষে ভোট চাইলেন ...

জামালপুর প্রতিনিধি : তফসিল ঘোষণার পর আচরণবিধি লঙ্ঘন করে...

image

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে চাটমোহর থেকে ঢাকায় যাচ...

পাবনা প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে...

image

চাটমোহরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলায় মাদকবিরোধী অভিযান চ...

  • company_logo