• অর্থনীতি

ডিসেম্বরেও রেমিট্যান্সে ঝলক, ৩ বিলিয়ন ডলার ছাড়াতে পারে আয়

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বাংলাদেশের অর্থনীতি সচল রাখার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রবাসীরা।তাদের পাঠানো রেমিট্যান্সের ওপর ভর করে শক্তিশালী ভিত গড়তে যাচ্ছে দেশের অর্থনীতি। রীতিমতো ঝলক দেখাচ্ছে প্রবাসী আয়। চলতি ডিসেম্বর মাসে রেমিট্যান্স উল্লেখযোগ্য হারে বেড়েছে। মাসের প্রথম ২০ দিনে রেমিট্যান্স এসেছে ২১৭ কোটি ২১ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ২৬ হাজার ৫০০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

রোববার (২১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

ব্যাংক সংশ্লিষ্টদের প্রত্যাশা, যে ধারায় রেমিট্যান্স আসছে- সেটি অব্যাহত থাকলে ডিসেম্বর মাস শেষে প্রবাসী আয় ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে, যা দেশের বৈদেশিক মুদ্রার বাজারে এক শক্তিশালী ভিত্তি গড়বে।

বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি মাসের ১ থেকে ২০ ডিসেম্বর সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২১৭ কোটি ২১ লাখ কোটি ডলার। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৯৮ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে রেমিট্যান্স বেড়েছে সাড়ে ৯ শতাংশ।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত দেশে ১ হাজার ৫২১ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৩১২ কোটি ডলার। সে হিসাবে এই সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৬ শতাংশ।

গত নভেম্বর মাসে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল দেশে, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৫ হাজার ২৫২ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

মন্তব্য (০)





image

অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে স্বর্ণ

নিউজ ডেস্ক : দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংল...

image

২৩ ডিসেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত

নিউজ ডেস্ক : ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও বড় সমন্বয় করা হয়েছে স...

image

৫৪ বছরের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মুনাফা অর্জন বিএসসির: ন...

নিউজ ডেস্কঃ আগামী ছয় মাসের মধ্য শিপিং করপোরেশনের বহরে আরও ৩ট...

image

প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক

নিউজ ডেস্ক : দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি এবং বাজেট ব্যয় নিয়ে প্রধান ...

image

সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম

নিউজ ডেস্ক : টানা তৃতীয় দফায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ...

  • company_logo