ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম পরিচিত নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদটি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রধান শিরোনামে উঠে এসেছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতেই কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা হাদির মৃত্যুর খবরটি গুরুত্বের সাথে প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বাংলাদেশে ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের এই নেতা গুলিবিদ্ধ হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েও শেষ রক্ষা পাননি। সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে আল জাজিরা জানায়, চিকিৎসকদের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও হাদিকে বাঁচানো সম্ভব হয়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি হাদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুতকারী যুব আন্দোলনের একজন বিশিষ্ট নেতা হিসেবে অভিহিত করে জানিয়েছে, তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বাংলাদেশে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
একই সুরে সংবাদ সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, বৃহস্পতিবার হাদির মৃত্যুর খবর আসার পর বাংলাদেশের বিভিন্ন স্থানে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ হয়েছে। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএনও হাদির মৃত্যুর খবর ও এর পরবর্তী রাজনৈতিক উত্তেজনা নিয়ে রয়টার্সের প্রতিবেদনটি প্রকাশ করেছে।
জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে তাদের প্রতিবেদনে হাদিকে ভারতের একজন স্পষ্টভাষী সমালোচক হিসেবে উল্লেখ করে বলেছে, বিক্ষোভকারীরা এখন হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন।
অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের প্রতিবেদনে হাদিকে ভারতবিরোধী নেতা হিসেবে তুলে ধরেছে। সংবাদমাধ্যমটি জানায়, হাদির ভারতবিরোধী মনোভাব ছিল। ঢাকা-৮ আসনে নির্বাচনি প্রচারণার সময় মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছিলেন হাদি। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠালেও ছয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এছাড়া আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএ, আল আরাবিয়া, দ্য গার্ডিয়ান ও মালয়েশিয়ার দ্য সান-ও হাদির মৃত্যুর সংবাদটি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। পাকিস্তানের ডন, জিও নিউজ ও এক্সপ্রেস ট্রিবিউনসহ ভারতের দ্য টেলিগ্রাফ হাদির সংগ্রামী জীবন ও তার ওপর হামলার প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত সংবাদ প্রচার করেছে। বৈশ্বিক এই গণমাধ্যমগুলোর প্রতিবেদনে হাদির মৃত্যুকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবেও দেখা হচ্ছে।
নিউজ ডেস্ক : ভারতের কেন্দ্রীয় রাজধানী নয়াদিল্লিতে বাংলা...
নিউজ ডেস্ক : ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের জানিয়েছেন, তারা ফ...
নিউজ ডেস্ক : পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠ...
নিউজ ডেস্কঃ মেক্সিকোর নৌবাহিনীর একটি বিমান চিকিৎসা সেবা স্থা...
নিউজ ডেস্ক : ইরানের সামরিক বাহিনী যে কোনো শত্রুতামূলক তৎপরতার বিরুদ্ধে দ...

মন্তব্য (০)