• খেলাধুলা

ঘরের মাঠে অনুজদের ভালবাসায় সিক্ত মুশফিক, বগুড়ায় ক্রিকেট একাডেমি গড়ার ঘোষণা

  • খেলাধুলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় অনুজ ক্রিকেটারদের ভালোবাসায় সিক্ত হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। টেস্ট ক্রিকেটে শততম ম্যাচ সম্পূর্ণ করার গৌরব অর্জন করায় মুশফিকের বৃহস্পতিবার দুপুরে ঘরের মাঠ শহীদ চান্দু স্টেডিয়ামে তাকে সংবর্ধনা জানিয়েছে বগুড়ার খুদে ক্রিকেটাররা যার নেতৃত্বে ছিলেন জাতীয় দলের আরেক সম্ভাবনাময় ক্রিকেটার তৌহিদ হৃদয়।

মুশফিকুর রহিমের ক্রিকেটের আঁতুড়ঘর বিবেচনা করা হয় শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে। বিশ্বের বড় বড় উইকেটে ব্যাটিং ও উইকেট কিপিং এ মুশফিক তার অনন্য নৈপুণ্য প্রদর্শন করলেও এই মাঠ ঘিরে রয়েছে তার অন্যরকম আবেগ। শততম টেস্টে অংশগ্রহণকারী হিসেবে তাইতো ঘরের মাঠে তাকে সংবর্ধনা জানাতে ভোলেননি তার অনুজ ক্রিকেটাররা। বগুড়ার সন্তান জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার তৌহিদ হৃদয়ের নেতৃত্বে বৃহস্পতিবার অনাড়ম্বর এক আয়োজনের মধ্য দিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন ক্রেস্ট তুলে দেন বগুড়ার মাঠে খেলা খুঁদে ক্রিকেটাররা। শুভেচ্ছা জানিয়েছেন মুশফিকের ছোটবেলার সঙ্গী এই গ্রাউন্ডস ম্যানরা।

অনুজদের থেকে সংবর্ধনা গ্রহণকালে মুশফিকুর রহিম তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, তার স্বপ্ন বগুড়ায় একটি মানসম্মত ক্রিকেট একাডেমি গড়ে তোলা। উত্তরবঙ্গে অনেক প্রতিভা আছে, কিন্তু সুযোগ-সুবিধার অভাবে তারা ঝরে পড়ে। তিনি এমন একটি একাডেমি করতে চান যেখানে তরুণরা ১২ মাস প্র্যাকটিস করতে পারবে। এটি কোনো ধরাছোঁয়ার বাইরের স্টেডিয়াম হবে না, সবার জন্য উন্মুক্ত থাকবে।নিজের ফেলে আসা দিনের কথা স্মরণ করে তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, আমিও একসময় তোমাদের মতো ছোট ছিলাম। পরিবার আর আল্লাহর রহমতে আজ এই পর্যায়ে আসতে পেরেছি। সময়ের নিয়মে আমরা একদিন বিদায় নেব, কিন্তু হৃদয়-তামিমদের মতো নতুনরা সেই হাল ধরবে।

অনুষ্ঠানে তৌহিদ হৃদয় তাঁর মুগ্ধতা প্রকাশ করে বলেন, মুশফিক ভাইয়ের খেলা দেখেই বড় হয়েছি। তিনি আমার আদর্শ। ২০০৭-০৮ সালের সেই স্মৃতিগুলো আজও চোখে ভাসে। এমন একজন কিংবদন্তির পাশে দাঁড়িয়ে কথা বলতে পারাটা তার জন্য সৌভাগ্যের।

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিলের সঞ্চালনায় অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত অনেক খুদে ক্রিকেটাররাও। পুরুষদের নিজ হাতে মিষ্টি খাইয়ে দেয়ার পাশাপাশি অনুজদের নিজ হাতে মিষ্টি খাইয়ে দেয়ার পাশাপাশি মুশফিকুর রহিম মাঠে উপস্থিত তরুণ ক্রিকেটারদের সঙ্গে সময় কাটান এবং তাদের উৎসাহিত করেন। তবে আক্ষেপ, জাতীয় দলের জার্সি গায়ে ঘরের মাঠে এখনো খেলতে পারেননি মুশফিকুর রহিম। অবসরের আগে একটি ম্যাচ যেন মুশফিক শহীদ চান্দুর উইকেটে খেলতে পারেন এমন প্রত্যাশাতেই বুক বেঁধেছেন বগুড়াবাসী।

 

মন্তব্য (০)





image

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মেসির বোন, পেছাল বিয়ে

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে...

image

বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে, আশাবাদী ফাহিম

স্পোর্টস ডেস্ক : আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলংকা অনুষ্ঠিত হবে ট...

image

বিপিএলে ফিক্সিং ঠেকাতে সিআইডির সঙ্গে বিসিবির ইন্টেগ্রিটি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য গঠিত ইন্ট...

image

ভারতের রেকর্ড ভেঙে চ্যাম্পিয়ন হওয়ার পথে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে রেকর্ড রান করে জয়ের পথে...

image

ভারত সফরে কত টাকা পেয়েছেন মেসি

স্পোর্টস ডেস্ক : গত সপ্তাহে কলকাতা হায়দরাবাদ মুম্বাই ও দিল্লি সফরে ব্যস্...

  • company_logo