ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : হার্দিক পান্ডিয়ার মাইলফলকের ম্যাচে ভারতের দাপুটে জয়। প্রথম ভারতীয় অলরাউন্ডার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০০ রান করার পাশাপাশি বল হাতে ১০০ উইকেট শিকার করেছেন পান্ডিয়া।
রোববার ধর্মশালায় নামার আগে পান্ডিয়ার ছিল ৯৯ উইকেট। দক্ষিণ আফ্রিকার ইনিংসের সপ্তম ওভারে ট্রিস্টান স্টাবসকে আউট করে ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন পান্ডিয়া। তার এই রেকর্ড গড়া ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে ৭ উইকেটের দাপুটে জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
১২০ বলে ১১৮ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ২৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। দলের হয়ে ১৮ বলে তিন চার আর তিন ছক্কায় ৩5 রান করেন ওপেনার অভিষেক শর্মা। ২৮ বলে ২৮ রান করে ফেরেন আরেক ওপেনার শুভমান গিল। ৩৪ বলে ২৬ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিলক ভার্মা।
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে হারশিত রানা ও আর্শদীপ সিংয়ের গতির মুখে পড়ে ৩.১ ওভারে মাত্র ৭ রানে টপঅর্ডার ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে প্রোটিয়ারা। ৭ ওভারে দলীয় ৩০ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফেরেন ট্রিস্টান স্টাবাস।
শূন্য রানে ফেরেন ওপেনার রেজা হেনরিকস। ১ রানে ফেরেন ওপেনার কুইন্টন ডি কক। দেওয়াল্ড ডেভিস ফেরেন মাত্র ২ রানে।
দলের এমন কঠিন পরিস্থিতিতে হাল ধরেন অধিনায়ক এইডেন মার্করাম। তিনি সর্বোচ্চ ৬১ রান করার পরও ১১৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।
স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে...
স্পোর্টস ডেস্ক : আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলংকা অনুষ্ঠিত হবে ট...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য গঠিত ইন্ট...
স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে রেকর্ড রান করে জয়ের পথে...
স্পোর্টস ডেস্ক : গত সপ্তাহে কলকাতা হায়দরাবাদ মুম্বাই ও দিল্লি সফরে ব্যস্...

মন্তব্য (০)