• খেলাধুলা

জয় থেকে ৪ উইকেট দূরে বাংলাদেশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : মিরপুর টেস্টে জয় থেকে মাত্র ৪ উইকেট দূরে বাংলাদেশ ক্রিকেট দল। আগামীকাল পঞ্চম দিনে আর মাত্র ৪ উইকেট শিকার করলেই কাঙ্খিত জয় পেয়ে যাবে টাইগাররা।

চতুর্থ দিনের খেলা শেষে আয়ারল্যান্ড ৫০৯ রানের টার্গেট তাড়ায় ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করেছে। ৫০ রান করে সাজঘরে ফিরেছেন হ্যারি টাকার। ৩৪ রানে অপরাজিত আছেন কার্টিস ক্যাম্পার।

প্রথম বাংলাদেশি হিসেবে ক্যারিয়ারের ১০০তম টেস্টে খেলতে নেমে বিশ্বের ১২তম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির নজির গড়েছেন মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে ২২৪ বল মোকাবেলা করে ৫টি বাউন্ডারির সাহায্যে ১০৬ রান করেন মুশফিক।

প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস। তিনি ১৯২ বলে ৮টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ১২৮ রান করেন।

এই টেস্টে দুর্দান্ত ব্যাটিং করেছেন সাবেক অধিনায়ক মুমিল হক সৌরভ। তিনি প্রথম ইনিংসে ১২৮ বলে এক বাউন্ডারিতে ৬৩ রান করেন। ১০৭ বলে তিন চার আর এক ছক্কার সাহায্যে ৪৭ রান করেন মেহেদি হাসান মিরাজ। ৩৫ ও ৩৪ রান করে করেন দুই ওপেনার সাদমান ইসলাম অনিক ও মাহমুদুল হাসান। এই তারকাদের ব্যাটিং নৈপুণ্যে প্রথম ইনিংসে ৪৭৬ রান করে বাংলাদেশ।

জবাবে ব্যাটিংয়ে নেমে তাইজুল ইসলামের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ২৬৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। দলের হয়ে ৭৫ রান করেন লোরকান টাকার। ৪৯ রান করেন জর্ডান নিল। আর ৪৬ রান করেন স্টেফেনি ডনি। 

বাংলাদেশ দলের হয়ে ৪ উইকেট নেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ২টি করে উইকেট নেন দুই পেসার হাসান মাহমুদ ও খালিদ আহমেদ।

২১১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মুমিনুল হক সৌরভ (৮৭), সাদমান ইসলাম অনিক (৭৮), মাহমুদুল হাসান জয় (৬০) ও প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মুশফিকুর রহিমের ৫৩ রানের অনবদ্য ব্যাটিংয়ে ৪ উইকেটে ২৯৭ রান নিয়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

জয়ের জন্য চতুর্থ ইনিংসে আয়ারল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৫০৯ রান। বিশাল টার্গেট তাড়া করতে নেমে শনিবার চতুর্থ দিনে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করেছে আয়ারল্যান্ড। প্রথম সারির ৬ ব্যাটসম্যানকে হারিয়ে পরাজয়ের পথে আইরিশরা। 

আগামীকাল রোববার মিরপুর টেস্টের শেষ দিনে জয় পেতে হলে বাংলাদেশকে আর মাত্র ৪ উইকেট শিকার করতে হবে। অন্যদিকে জয়ের জন্য শেষ দিনে আইরিশদের করতে হবে আরও ৩৩৩ রান। আর পরাজয় এড়াতে হলে রোববার শেষ দিনে পুরো তিন সেশন ব্যাটিং করতে হবে সফরকারীদের।

তবে চতুর্থ দিনের খেলা শেষে যা অবস্থা; তাতে বাংলাদেশ জয়ের পথেই আছে।

 

মন্তব্য (০)





image

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মেসির বোন, পেছাল বিয়ে

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে...

image

বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে, আশাবাদী ফাহিম

স্পোর্টস ডেস্ক : আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলংকা অনুষ্ঠিত হবে ট...

image

বিপিএলে ফিক্সিং ঠেকাতে সিআইডির সঙ্গে বিসিবির ইন্টেগ্রিটি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য গঠিত ইন্ট...

image

ভারতের রেকর্ড ভেঙে চ্যাম্পিয়ন হওয়ার পথে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে রেকর্ড রান করে জয়ের পথে...

image

ভারত সফরে কত টাকা পেয়েছেন মেসি

স্পোর্টস ডেস্ক : গত সপ্তাহে কলকাতা হায়দরাবাদ মুম্বাই ও দিল্লি সফরে ব্যস্...

  • company_logo