• সমগ্র বাংলা

ফুফাতো ভাইয়ের সাথে স্ত্রীর পরকিয়ার বলি হয়েছিলেন ব্যবসায়ী জহুরুল: গ্রেপ্তার ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আপন খালাতো ভাইয়ের সঙ্গে স্ত্রীর পরকীয়ার বলি হয়েছেন জহুরুল ইসলাম নামের এক বেকারী ব্যবসায়ী। অবৈধ সম্পর্কের জেরে স্ত্রী শামিমা আক্তার ও পরকীয়া প্রেমিক খালাতো ভাই বিপুল মিলে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তদন্তে নিশ্চিত হওয়ার পর এ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার শামিমা আক্তার (৩০) বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের শাহীনুর রহমান তালুকদারের মেয়ে। অপর গ্রেপ্তার বিপুল (৩৭) একই ইউনিয়নের অন্তাহার গ্রামের আব্দুল হামিদের ছেলে। বিপুল নিহত জহুরুল এর আপন খালাতো ভাই এবং স্ত্রী শামিমার আপন ফুফাতো ভাই।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর।

এর আগে, গত ৪ নভেম্বর সকালে নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী তালুকদার পাড়ার ধানক্ষেত থেকে বেকারি ব্যবসায়ী জহুরুলের লাশ উদ্ধার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, জহুরুল ইসলাম ও বিপুল আপন খালাতো ভাই। ছোট বেলা থেকেই বিপুল ও শামিমা একে অপরকে পছন্দ করতো। জহুরুলের সাথে বিয়ে হওয়ার পরেও তাদের সম্পর্ক চলমান ছিল। ৩ অক্টোবর রাতে জহুরুলকে হত্যার পরিকল্পনা করে৷ পরিকল্পনা অনুযায়ী রাতে দুধের সাথে ১৫টি ঘুমের ওষুধ মিশিয়ে জহুরুলকে অচেতন করেন শামিমা। পরে বিপুল বাড়িতে ঢুকে বাইরে নিয়ে আসে জহুরুলকে। পাশেই অর্ধনির্মিত বাড়িতে নিয়ে যেয়ে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে তারা।

পরদিন সকালে বাড়ির সামনে ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ। তবে এখানেই শেষ নয় পুলিশকে বিভ্রান্ত করতে পরকীয়া প্রেমিক এবং স্ত্রী নিজেই থানা পর্যন্ত এসেছেন এজাহার নিয়ে, হত্যার বিচার চেয়ে বক্তব্য দিয়েছেন গণমাধ্যমেও । তবে দিনশেষে লুকায়িত থাকে না কোন সত্যই। বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসার তত্ত্বাবধানে ২৪ ঘন্টার মাঝেই ক্লু-লেস এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে বগুড়া সদর থানা পুলিশ।

পুলিশ আরো জানায়, শৈশবকালে মা-বাবার ডিভোর্সের পর থেকেই নিহত জহুরুল তার মামার বাড়িতেই থাকতেন। স্বভাব চরিত্র ভালো হওয়ায় মামা নিজের মেয়ের সঙ্গেই বিয়ে দিয়েছিলেন জহুরুলের। কিন্তু সে সময় থেকেই নিহতের স্ত্রীর সম্পর্ক ছিল গ্রেপ্তার বিপুলের সঙ্গে। সবদিক থেকে ভালো হয়েও স্ত্রীর পরকীয়া প্রেমের বলি হয়েছেন জহুরুল।


ঘটনার পর নিহতের মামা এবং শামিমার বাবা শাহীনুর রহমান তালুকদার বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তার দু’জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
 

মন্তব্য (০)





image

মেলান্দহে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍...

জামালপুর প্রতিনিধি : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামাল...

image

গলাচিপা উপজেলায় নতুন সহকারী কমিশনারের যোগদান

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপা উপজেলায় নতুন সহকারী ক...

image

বগুড়া সদরে ধানের শীষের প্রচারণায় তরুণ ভোটারদের গণসংযোগ ও ...

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় সর্বস্তরের তরুণ সমাজের আয়োজনে সদর আসনে বিএনপি মনোনীত...

image

যারা দুঃখে-কষ্টে আছে, তাদের পাশে থেকে সহমর্মিতার হাত বাড়া...

পাবনা প্রতিনিধি : “অসহায় মানুষের পাশে অভিভাবক হয়ে থাকবে বিএনপি পরি...

image

ঈশ্বরগঞ্জে ভাতিজাকে শাসন করায় চাচার ক্ষতি ১০ লাখ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ভাতিজাকে শাসন করার জেরে চাচার পুকুরে বিষ...

  • company_logo