ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টাপাল্টি বৈশ্বিক শুল্ক বা ‘রেসিপ্রোকাল’ ট্যারিফ বাতিলে বড় পদক্ষেপ নিয়েছে মার্কিন সিনেট। স্থানীয় সময় গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সিনেটে এই শুল্ক বাতিলের পক্ষে একটি প্রস্তাব পাস হয়। এই শুল্কের আওতায় ছিল ১০০টিরও বেশি দেশ। খবর দ্য গার্ডিয়ানের।
প্রেসিডেন্টের নির্বাহী আদেশের মাধ্যমে আরোপিত এই শুল্ক অবসানের পক্ষে আনা প্রস্তাবে ৫১-৪৭ ভোটে জয়লাভ করে ডেমোক্র্যাটরা। এই ভোটাভুটিতে চারজন রিপাবলিকান সিনেটর ডেমোক্র্যাটের সঙ্গে যোগ দেন। যা দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের নীতির বিরুদ্ধে রিপাবলিকানদের বিরল প্রতিবাদ হিসেবে বিবেচিত হচ্ছে।
যেসব রিপাবলিকান সিনেটর ট্রাম্পের শুল্ক নীতির বিপক্ষে ভোট দেন তারা হলেন- মেইনের সিনেটর সুসান কলিন্স, কেনটাকির সিনেটর মিচ ম্যাককনেল ও র্যান্ড পল এবং আলাস্কার সিনেটর লিসা মুরকোস্কি।
সিনেটরদের এই ভোটাভুটি এমন সময়ে হলো যখন প্রেসিডেন্ট ট্রাম্প এশিয়া সফর শেষ করেছেন। এই সফরে তিনি চীনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন, যার ফলে চীনা পণ্যের ওপর থেকে শুল্ক কমানো হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনার প্রতিশ্রুতি দিয়েছে চীন। এই সয়াবিন বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন কৃষকদের জন্য উদ্বেগের কারণ ছিল।
যদিও সিনেটে এই প্রস্তাব পাস হয়েছে, তবে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে এর ভাগ্য অনিশ্চিত। হাউস রিপাবলিকানরা চলতি বছরের শুরুতে একটি নিয়ম চালু করেছিলেন, যা শুল্ক সংক্রান্ত প্রস্তাবগুলোকে ফ্লোর ভোটিংয়ে যেতে বাধা দেবে।
ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন সাংবাদিকদের বলেন, সিনেটের এই প্রতীকী বিরোধিতা প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণ করবে। তিনি বলেন, প্রথম ট্রাম্প মেয়াদের সময় আমি দেখেছি, প্রেসিডেন্ট এই ধরনের বিষয়গুলিতে গুরুত্ব দেন। যখন তিনি দেখেন রিপাবলিকানরা তার নীতির বিরুদ্ধে ভোট দেওয়া শুরু করেছেন, এমনকি অল্প সংখ্যায় হলেও, তা তার ওপর প্রভাব ফেলে। যা প্রায়শই তাকে তার আচরণ পরিবর্তন করতে বাধ্য করে।
সিনেটের এই প্রস্তাবটি শুল্ক নীতি ও কংগ্রেসকে পাশ কাটিয়ে প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহারের বিরুদ্ধে একটি কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে।
নিউজ ডেস্ক : নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি তার ট্রানজিশ...
নিউজ ডেস্ক : রাশিয়ার ব্যাপক রাতভর বিমান হামলার পর ইউক্রেনজুড়ে বড় ধরনের ব...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অ...
নিউজ ডেস্কঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে হাঙ্গেরির রাজধানী বুদা...
নিউজ ডেস্কঃ মিশরের প্রাচীন রাজধানী ফুস্তাতে অবস্থিত ন্যাশনাল...

মন্তব্য (০)