• আন্তর্জাতিক

পুতিন–ট্রাম্প বৈঠক যেকোনো দিন হতে পারে: হাঙ্গেরির প্রধানমন্ত্রী

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্ভাব্য এক শীর্ষ বৈঠক দ্রুত যেকোনো দিনই বুদাপেস্টে অনুষ্ঠিত হতে পারে, বলেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান।

গত মাসে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি বুদাপেস্টে পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠকটি ‘প্রয়োজনীয় অগ্রগতি না হওয়ায়’ সাময়িকভাবে স্থগিত করেছেন। তবে পরে ক্রেমলিন ও হোয়াইট হাউস উভয় পক্ষই স্পষ্ট করে জানায়, বৈঠকটি বাতিল নয় বরং স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার পথে সংবাদমাধ্যম মাগিয়ার নেমজেত–কে দেওয়া সাক্ষাৎকারে অরবান বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ইউক্রেন সংঘাত সমাধান নিয়ে এখনো এক–দুটি অনিষ্পন্ন বিষয় রয়েছে। সেগুলো মীমাংসা হলে কয়েক দিনের মধ্যেই বুদাপেস্টে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হতে পারে।

পরবর্তীতে কোশুত রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে অরবান আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘পুতিন ও ট্রাম্পের বৈঠক বুদাপেস্টে অবশ্যই হবে।’ তবে তিনি যোগ করেন, এ বৈঠকেই চূড়ান্ত সমাধান আসবে কি না, নাকি এটি কেবল শান্তির পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হবে—তা এখনো স্পষ্ট নয়।

অন্যদিকে, বৃহস্পতিবার হোয়াইট হাউসে মধ্য এশিয়ার কয়েকটি দেশের নেতাদের সঙ্গে নৈশভোজে ট্রাম্প বলেন, মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধ থামাতে তিনি উল্লেখযোগ্য অগ্রগতি দেখছেন, যদিও এখনো কাঙ্ক্ষিত ফল আসেনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফও একই মত প্রকাশ করেন, তবে তিনি জানান, চূড়ান্ত চুক্তির আগে নিম্নপর্যায়ে টেকনিক্যাল টিমগুলোর মধ্যে আরও আলোচনা প্রয়োজন।

রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এ সপ্তাহের শুরুর দিকে বলেন, পুতিন ও ট্রাম্পের মধ্যে শীর্ষ বৈঠকের উপযুক্ত শর্ত এখনো তৈরি হয়নি।

তার ভাষায়, এ ধরনের বৈঠক আয়োজনের জন্য গভীর প্রস্তুতি ও প্রতিটি দিকের সতর্ক মূল্যায়ন দরকার, যা এখনো সম্পূর্ণ হয়নি।

রুশ কর্তৃপক্ষ পশ্চিমা দেশগুলোর প্রস্তাবিত বর্তমান সংঘর্ষরেখা বরাবর যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে, যা গত মাসে ট্রাম্পের পক্ষ থেকেও সমর্থন পেয়েছিল। মস্কোর মতে, ইউক্রেন যুদ্ধের স্থায়ী সমাধান আনতে হলে সংঘাতের মূল কারণগুলো সমাধান করতেই হবে।

সূত্র: আরটি

 

মন্তব্য (০)





image

‎বাংলাদেশের সঙ্গে উত্তেজনার সম্পর্ক চায় না ভারত: রাজনাথ সিং

নিউজ ডেস্কঃ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অ...

image

পুতিনের সঙ্গে এখনো বৈঠকের সুযোগ আছে: ট্রাম্প ‎

নিউজ ডেস্কঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে হাঙ্গেরির রাজধানী বুদা...

image

মিশরে ৩৫ হাজার বছরের পুরনো মানব কঙ্কাল

নিউজ ডেস্কঃ মিশরের প্রাচীন রাজধানী ফুস্তাতে অবস্থিত ন্যাশনাল...

image

পাকিস্তান-বাংলাদেশ সরাসরি বাণিজ্য জাহাজ চলাচল শুরু

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো করাচি ও চট্টগ্রামের ম...

image

যুক্তরাষ্ট্রে শাটডাউনের কারণে সহস্রাধিক ফ্লাইট বাতিল

নিউজ ডেস্কঃ ট্রাম্প প্রশাসন ফেডারেল সরকারের শাটডাউনের (...

  • company_logo