• প্রশাসন

খুলনার নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

খুলনা প্রতিনিধিঃ খুলনার নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান দায়িত্ব গ্রহণের পর বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে তাঁর সম্মেলনকক্ষে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে জেলা প্রশাসক বলেন, পরিকল্পনা ভালো না হলে বাস্তবায়ন সুন্দর হয় না। তাই জলাবদ্ধতাসহ খুলনার যেকোনো সমস্যার মূল কারণ খুঁজে বের করে মূল থেকে সমাধান করতে হবে।

তিনি জানান, ভূমি অফিসে জমির খাজনা প্রদান, নামজারি বা মিউটেশনের ক্ষেত্রে কেউ হয়রানির শিকার হয়ে অভিযোগ করলে তা গুরুত্বের সঙ্গে সমাধান করা হবে। একইসঙ্গে যেকোনো পরিকল্পনা গ্রহণ ও সিদ্ধান্ত বাস্তবায়নে জনস্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

সরকারি প্রতিষ্ঠানের দখল হওয়া জমি উদ্ধারের প্রসঙ্গে তিনি বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান উদ্যোগ নিলে জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবে। পাশাপাশি জেলা প্রশাসক কার্যালয়ে থাকা যেকোনো তথ্য গণমাধ্যমে সরবরাহ আরও দ্রুত ও সহজ করার উদ্যোগ নেওয়া হবে।

জেলা প্রশাসক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, খুলনায় জেলা প্রশাসক হিসেবে আপনাদের অভিভাবক হয়ে নয়, বরং সহযোগী হয়ে থাকতে চাই।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎এন্টি টেরোরিজম ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরি...

নিউজ ডেস্কঃ এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) প্রধান হিসেব...

image

‎প্রতিমা বিসর্জনেও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ

নিউজ ডেস্কঃ আসন্ন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা দেয়ার প...

image

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও যতদিন

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনী...

image

নির্বাচনে দায়িত্ব পালনে দেশজুড়ে পুলিশের বিশেষ প্রশিক্ষণ ...

নিউজ ডেস্কঃ আসন্ন সংসদ নির্বাচনের পেশাদারীত্বের সঙ্গে দ...

image

রাণীনগরে পুলিশের মতবিনিময় সভা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে আসন্ন শারদীয় দূর্গাপূজার নি...

  • company_logo