
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ময়মনসিংহ ও সিলেট বিভাগ বাদে বাকি ৬ বিভাগের অনেক জায়গায় বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
রোববার (১৩ জুলাই) আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের ফেসবুক পোস্ট থেকে জানা গেছে এ তথ্য।
সেখানে বলা হয়েছে, ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় দুপুর আড়াইটার পর থেকে রাতের মধ্যে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে ঢাকা, খুলনা ও রাজশাহীতে রাত ১০টার মধ্যে হানা দিতে পারে বৃষ্টি। চট্রগ্রাম বিভাগে কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাক্ষণবাড়িয়া, চট্রগ্রাম, বান্দরবাণ, খাগড়াছড়ি, ফেনীতে বৃষ্টি হতে পারে দুপুর ৩টার পর থেকে বিকেল ৬টার মধ্যে।
বিজ্ঞাপন
এছাড়া, রংপুর বিভাগের কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট জেলার অনেক জায়গায় বিকেল ৫টা এবং নীলফামারী, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার অনেক জায়গায় রাত ১০ টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বরিশাল জেলায় বৃষ্টি হতে পারে বিকেল ৪টার মধ্যে
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এছাড়া আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থল বন্দর সড়কে ঘুন্টি...
নিউজ ডেস্কঃ রাজনৈতিক দলের প্রতীক হিসেবে কাউকেই ‘শাপলা’ প্রতী...
নিউজ ডেস্কঃ রাজনৈতিক দলগুলোর হয়ে বক্তব্য প্রদানকারী নেতা-কর্মীদের নিয়ন্ত...
নিউজ ডেস্কঃ রাজধানীর মিটফোর্ড হাসপাতালের কাছে ব্যবসায়ী সোহাগ হত্যকাণ্ডের ঘটনা...
নিউজ ডেস্কঃ রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একট...
মন্তব্য (০)