• সমগ্র বাংলা

রংপুরে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরোঃ রংপুর নগরীর নজিরেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়েছে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান ব্যবসায়ীরা।

বুধবার (৯ জুলাই) মধ্যরাতে নগরীর ১২ নম্বর ওয়ার্ডের নজিরেরহাট বাজারে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে নজিরেরহাট ব্যবসায়ী দোকান মালিক সমিতির দপ্তর সম্পাদক ফারুক হোসেন ফিরোজ বলেন, রাত ১টার দিকে হঠাৎ বাজারের মনিরের লেপ-তোশক ঘর থেকে আগুন ছড়িয়ে পড়তে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।অগ্নিকাণ্ডে বাজারের ছোট-বড় মিলে ৬টি দোকান পুড়ে যায়। অনেকেই আগুন মালামাল সরাতে গিয়ে আরও কয়েকটি দোকানঘর ভাঙচুর করেন। সবমিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা ছাড়িয়ে যাবে।

তিনি জানান, লিমন ও সুমন মিয়ার কোহলি স্টোর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অন্তত ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাকিদের প্রায় ৭ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

নজিরেরহাট ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি মানিক মিয়া জানান, অগ্নিদুর্ঘটনায় বাজারের মুদিদোকান, পান দোকান, হার্ডওয়ার, লেপ-তোশক দোকান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হওয়ায় পুরো বাজারে আগুন ছড়িয়ে পড়তে পড়েনি।

রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শওকত আলী জোদ্দার বলেন, খবর পেয়ে দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বাজারের লেপ-তোশক ঘরের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা বাজারে ছড়িয়ে পড়ে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মন্তব্য (০)





image

২৪-এর জুলাই আন্দোলনে শহীদ হওয়া বীরদের রক্ত কখনো বৃথা যাবে...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন ২৪-এর জুলাই ...

image

নতুন করে প্লাবিত হচ্ছে ছাগলনাইয়া উপজেলা, আশ্রয়কেন্দ্রে ৭ ...

ফেনী প্রতিনিধিঃ ফেনীতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনি...

image

লালমনিরহাটের দূর্গাপুর সীমান্ত দিয়ে আাবারও ১০ জনকে পুশইন ...

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্ত দি...

image

পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে আহত ১৫

পাবনা প্রতিনিধিঃ পাবনার সুজানগরে মোবাইলে কথা বলাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্...

image

দোহারে তোহা বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো প্রশাসন

দোহার (ঢাকা)প্রতিনিধি: দোহার উপজেলার জয়পাড়া হাট-বাজারের ’তোহা-বাজার&rsq...

  • company_logo