
প্রতীকী ছবি
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম ছক্কুর বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে উপজেলার হাজরাবাড়ী পৌরসভার গুজামানিকা এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগী দিদারুল ইসলাম মেলান্দহ থানা এবং আদালতে কয়েকটি মামলা দায়ের করেছে।
অভিযোগকারী দিদারুল ইসলাম (৩৭) ওই এলাকার আব্দুল মান্নানের ছেলে। অভিযুক্তরা হলেন, গুজামানিকা এলাকার মৃত কোরবান আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম ছক্কু, ওয়াসিম উদ্দিন, রফিকুল ইসলাম ও মোছাঃ সুফি বেগম।
জানা যায়, মেলান্দহ উপজেলার গুজামানিকা মৌজার-৪৮ নং খতিয়ানে ৯৪২/৯৪৩ নং দাগে (ছাপ্পান্ন শতাংশ) পৈত্রিক সূত্রে ভোগদখল করে আসছিলেন ভুক্তভোগী দিদারুল ইসলামের পরিবার। সাইফুল ইসলাম ছক্কু একটি দলিল মূলে এই জমি দাবী করে আসছে। এ জমির উপর আদালত সাইফুল ইসলাম গংদের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে। সে নিষেধাজ্ঞা অমান্য করে তারা জমি দখল করছে এবং সেখানে বসতবাড়ি করার চেষ্টা করছে।গত (৩০ জুন) আদালতে মীমাংসার কথা বলে মুচলেকা দিয়ে জামিন নিয়েছেন। আবারও আদালতের সেই নিষেধাজ্ঞা অমান্য করে এখন তারা জমি দখল করছে।
ভুক্তভোগী দিদারুল ইসলাম বলেন, পৈত্রিক সূত্রে এ জমি আমাদের। দীর্ঘদিন আদালতে মামলা চলার পরে আমাদের পক্ষে আদালত রায় দিয়েছে। আদালতের রায়ের ওপর তারা আপিল করলেও তাদের আপিল বাতিল করেছে এবং আসামিদের চিরদিনের জন্য ওই জমিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত (৩০ জুন) আদালতে মীমাংসার কথা বলে মুচলেকা দিয়ে জামিন নিয়েছেন। আবারও আদালতের সেই নিষেধাজ্ঞা অমান্য করে এখন তারা জমি দখল করছে। আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে থানায় এবং কোর্টে মামলা দিয়েছি। আমি আদালতের কাছে সুষ্ঠু সমাধান চাই।
এবিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম ছক্কু বলেন, এটা আমাদের পৈতৃক সম্পদ। আমাদের দলিল আগের। দীর্ঘদিন ওরা ভোগ দখল করে খাইছে। এই জমি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছে আমরা আদালতের ডিগ্রী পাইছি।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট বলেন, এ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালতের রায় অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারব।
লালমনিরহাট প্রতিনিধি: মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংস খুন সহ সারাদেশে বি...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় যৌতুকের দাবিতে গৃহবধূ সাদিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ক...
রংপুর ব্যুরো: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়...
রংপুর ব্যুরো:ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ত...
মন্তব্য (০)