• সমগ্র বাংলা

রুপগঞ্জে ৫টি ঘোড়া জবাই করে গরুর মাংশ বলে বিক্রি চেষ্টা

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে জবাইকৃত ৫টি ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ। এই মাংসকে ‘গরুর মাংস’ বলে রাজধানীসহ আশপাশের এলাকায় ও বিভিন্ন হোটেলে বিক্রি করা হতো বলে জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার পূর্বাচল উপশহরের ১০নং সেক্টর এলাকা থেকে ঘোড়ার মাংস জব্দ করা হয়৷

পরে সহকারি কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফয়েজ মিয়া (১৫) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। 

দণ্ডপ্রাপ্ত ফয়েজ মিয়া কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার বরমপাড়া এলাকার হাফিজ মিয়ার ছেলে। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাত তিনটার দিকে পূর্বাচল উপ-শহরের ১০ নম্বর সেক্টর এলাকায় আনসার বাহিনীর সদস্যরা টহল দিচ্ছিলেন৷ এ সময় তারা একটি সিএনজি পূর্বাচলের একটি প্লটের ভেতরে প্রবেশ করতে দেখে তাদের সন্দেহ হয়। 

পরে সিএনজিকে থামানোর সিগনাল দিলে কয়েকজন ব্যক্তি সেখান থেকে পালিয়ে যায়। পরে প্লটের ভেতর প্রবেশ করে আনসার সদস্যরা দেখতে পান পাঁচটি ঘোড়া জবাই করে তাদের মাংস আলাদা করা হচ্ছে।

আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোনে পুলিশকে খবর দেন এবং  আটককৃত ফয়েজ মিয়াকে পুলিশের কাছে সোপর্দ্য করেন।

পরে ঘটনাস্থলে সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফয়েজ মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

স্থানীয়রা জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে রাজধানীসহ আশপাশের এলাকায় ও বিভিন্ন হোটেলে বিক্রি করে আসছে। পূর্বাচল শুনশান এলাকা হওয়ার কারণে এখানেই তারা ঘোড়া জবাই করে তা গরুর মাংস হিসেবে বিভিন্ন জায়গায় পাঠাতো।

মন্তব্য (০)





image

লালমনিরহাটে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি: মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংস খুন সহ সারাদেশে বি...

image

পাবনায় গৃহবধূ সাদিয়া হত্যার বিচার দাবি: আসামি প্রকাশ্যে ঘ...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় যৌতুকের দাবিতে গৃহবধূ সাদিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ক...

image

রংপুরে আবু সাঈদের শাহাদত বার্ষিকীতে আসবেন চার উপদেষ্টা

রংপুর ব্যুরো: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়...

image

ঢাকায় নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে রংপুরে শিক্ষার্থীদের ব...

রংপুর ব্যুরো:ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও...

image

তিস্তায় পানি বাড়ছে, কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ত...

  • company_logo