
ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ মঙ্গলবার রাজারহাটে অটো রিকশা চোর চক্রের তিন সদস্যকে আদালতে প্রেরণ করেছে রাজারহাট থানা পুলিশ।এরআগে সোমবার রাতে রাজারহাট থানার এসআই জুয়েল আলীর নেতৃত্বে বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, রংপুরের তাজহাট এলাকার অটোরিকশা চালক আজিমুদ্দিনের গাড়িতে যাত্রী হিসেবে ওঠে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাব খাঁ এলাকার আজম আলী (৩০)। এসময় উভয়ের মধ্যে মুঠোফোন নম্বর বিনিময় হয়। পরে ১৮জুন চোর চক্রের সদস্য আজম আলী রংপুরের সাতমাথা থেকে রাজারহাটের উমর মজিদ যাওয়ার কথা বলে অটোচালক আজিমুদ্দুনকে ডেকে নেয়। উমর মজিদ ইউনিয়নের রাজমাল্লীরহাট বাজারে এসে চা খাওয়ার কথা বলে অটোরিকশা থেকে নেমে অটোচালক আজিমুদ্দিনকে খানিকটা দূরে নিয়ে যায়। পরে ফোনে কথা বলার ছলে সটকে পড়ে আজম আলী। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে আজম আলীর সাড়া না পেয়ে অটো রাখার স্থানে গিয়ে আজিমুদ্দিন দেখতে পান তার অটোরিকশাটি নেই। পরে তিনি রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলা সূত্রে আসামী ধরার জন্য অভিযানে নেমে মামলার ১নম্বর আসামী আজম আলী সহ চোর চক্রের বাকি দু'জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার চোরাই অটোসহ তিনজনকে আটকে করে আদালতে সোপর্দ করা হয়েছে।
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ থানার পুলিশের পৃথক তিনটি মাদকবিরোধ...
ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান...
কক্সবাজার প্রতিনিধি : ৮১ হাজার ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রোজিন...
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় দু’সন্তানের জননীকে (৩৮) গণধর্ষণের অভ...
বগুড়া প্রতিনিধিঃ শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতিতে সমৃদ্ধ শান্তির নগরী ...
মন্তব্য (০)