
প্রতীকী ছবি
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ সদর থানার চাঞ্চল্যকর ও আলোচিত মাদক মামলায় ছদ্মবেশে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ রবিজুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব ৪, সিপিসি ৩, মানিকগঞ্জের একটি দল।
গ্রেফতারকৃত রবিজুল ইসলাম (৩৫) সিংদাইর, নাগরপুর, টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সিংদাইর গ্রামের মো: আবুল হোসেনের পুত্র।
বুধবার (১৮ জুন) র্যাব ৪, সিপিসি ৩ মানিকগঞ্জ এর কোম্পানী কমান্ডার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ রবিজুল ইসলাম দীর্ঘদিন যাবত রাজশাহী হতে অবৈধ মাদকদ্রব্য হিরোইন ক্রয় করে এনে মানিকগঞ্জ সদর থানা এলাকাসহ আশপাশের এলাকায় বিক্রয় করে আসছিল। এরই ধারাবাহিকতায় উপরোক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাতে মাদকবিরোধী অভিযানে মাদক সহ গ্রেফতার হয়েছিলো। যাহার মানিকগঞ্জ সদর থানার মামলা নং১৫(০৪)২১, জিআর ১২৫/২১, ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ৮(গ)। উক্ত মামলার স্বাক্ষ্য প্রমান এবং যুক্তি তর্ক শেষে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত, মানিকগঞ্জ উপরোক্ত আসামির বিরুদ্ধে গত ১ জানুয়ারি ২০২৫ তারিখে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় দোষী সাব্যস্ত পূর্বক যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করে রায় প্রদান করেন। উল্লেখ্য আসামি মামলার রায় প্রদানের পর থেকে পলাতক ছিলো।
র্যাব ৪, সিপিসি ৩ মানিকগঞ্জ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা সূত্রের ভিত্তিতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন নবীন সিনেমা হল এলাকায় গত মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে টাঙ্গাইল নাগরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ থানার পুলিশের পৃথক তিনটি মাদকবিরোধ...
ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান...
কক্সবাজার প্রতিনিধি : ৮১ হাজার ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রোজিন...
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় দু’সন্তানের জননীকে (৩৮) গণধর্ষণের অভ...
বগুড়া প্রতিনিধিঃ শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতিতে সমৃদ্ধ শান্তির নগরী ...
মন্তব্য (০)