• সমগ্র বাংলা

ভোটের মাঠে কাফনের কাপড়: ফরিদপুরে জাপা প্রার্থীর অভিনব প্রতিবাদ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণায় বাধা, গালিগালাজ ও হুমকির প্রতিবাদে এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মুফতি রায়হান জামিল। 

সোমবার দুপুরে চরভদ্রাসন উপজেলার ম্যাজিস্ট্রেট বাজার এলাকায় শতাধিক সমর্থককে নিয়ে কাফনের কাপড় পরে রাজপথে নামেন তিনি।

জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মুফতি রায়হান জামিলের অভিযোগ, নির্বাচনী এলাকায় সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার সময় তাকে ও তার কর্মীদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। এর প্রতিবাদে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে তারা এই প্রতীকী কর্মসূচি পালন করেন।

প্রতিবাদ সমাবেশে মুফতি রায়হান জামিল বলেন "নির্বাচনী প্রচারণায় হুমকি ও বাধা দেওয়া গণতন্ত্রের পরিপন্থী। এমন আচরণ সাধারণ জনগণের ভোটাধিকারকে ক্ষুণ্ন করে। আমরা শান্তিপূর্ণভাবে জনগণের কাছে যেতে চাই। প্রশাসন ও নির্বাচন কমিশনকে অবিলম্বে নিরপেক্ষ ভূমিকা পালন করে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।"

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ভয় দেখিয়ে তাদের মাঠ থেকে সরানো যাবে না এবং জনগণের অধিকার রক্ষায় তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।

ঘটনার বিষয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জালাল উদ্দিন জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি তারা। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ামাত্রই তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





  • company_logo