ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে মোতায়নকৃত নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট শনিবার (২৪ জানুয়ারি ) ভোর রাতে টেকনাফ পৌরসভাধীন নাইট্যংপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে ৬ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল ম্যাথ আইস, অস্ত্র ও গোলাবারুদসহ ২ জনকে আটক করে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জুনায়েদ ওরফে মুন্না ও তার রোহিঙ্গা সহযোগী হামিদুল্লাহ টেকনাফ পৌরসভাস্থ নাইট্যংপাড়া এলাকায় তার নিজ বাড়িতে মাদক ও অস্ত্রসহ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর বিশেষায়িত আভিযানিক দল তার বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে জুনায়েদ ওরফে মুন্না ও তার রোহিঙ্গা সহযোগী হামিদুল্লাহকে আটক করা হয় । এসময় আটককৃতদের তথ্যের ভিত্তিতে উক্ত বাড়ি এবং একই এলাকার মো: ইউনুসের বাড়ি তল্লাশি করে ৬ কোটি টাকা মূল্যের ১২৫০ গ্রাম ক্রিস্টাল ম্যাথ আইস, ১২৬ পিস ইয়াবা, ১টি এক নলা বন্দুক, ২টি ওয়াকি-টকি, ০৮ টি দেশীয় অস্ত্র এবং ৪৭ রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়। আটককৃতদের দেওয়া তথ্যানুযায়ী জানা যায়, উল্লিখিত মাদক, অস্ত্র ও গোলা রোহিঙ্গাদের মাধ্যমে বিক্রয়ের উদ্দেশ্যে বাসায় মজুদ করে রাখা হয়েছিলো। অভিযান শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ আটককৃত ব্যক্তিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনী সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে উপকূলীয় এলাকা ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ০৮টি জেলার অন্তর্গত ১৬টি সংসদীয় আসনে মোট ২৫টি কন্টিনজেন্টে প্রায় ৫,০০০ নৌবাহিনী সদস্য মোতায়েন রয়েছে।
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত থেকে ১২৫ মে...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...
কক্সবাজার প্রতিনিধি : ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতী...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শারীরিক প্রতিব...

মন্তব্য (০)