• সমগ্র বাংলা

টেকনাফে সোয়া ১ কেজি আইস, অস্ত্র ও গোলাবারুদসহ আটক -২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার  প্রতিনিধি : টেকনাফে মোতায়নকৃত নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট শনিবার (২৪ জানুয়ারি ) ভোর রাতে টেকনাফ পৌরসভাধীন নাইট্যংপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে ৬ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল ম্যাথ আইস, অস্ত্র ও গোলাবারুদসহ ২ জনকে আটক করে। 

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জুনায়েদ ওরফে মুন্না ও তার রোহিঙ্গা সহযোগী হামিদুল্লাহ টেকনাফ পৌরসভাস্থ নাইট্যংপাড়া এলাকায় তার নিজ বাড়িতে মাদক ও অস্ত্রসহ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর বিশেষায়িত আভিযানিক দল তার বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে জুনায়েদ ওরফে মুন্না ও তার রোহিঙ্গা সহযোগী হামিদুল্লাহকে আটক করা হয় । এসময় আটককৃতদের তথ্যের ভিত্তিতে উক্ত বাড়ি এবং একই  এলাকার মো: ইউনুসের বাড়ি তল্লাশি করে ৬ কোটি টাকা মূল্যের ১২৫০ গ্রাম ক্রিস্টাল ম্যাথ আইস, ১২৬ পিস ইয়াবা, ১টি এক নলা বন্দুক, ২টি ওয়াকি-টকি, ০৮ টি দেশীয় অস্ত্র এবং ৪৭ রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়। আটককৃতদের দেওয়া তথ্যানুযায়ী জানা যায়,  উল্লিখিত মাদক, অস্ত্র ও  গোলা রোহিঙ্গাদের মাধ্যমে বিক্রয়ের উদ্দেশ্যে বাসায় মজুদ করে রাখা হয়েছিলো। অভিযান শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ আটককৃত ব্যক্তিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। 

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনী সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে উপকূলীয় এলাকা ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ০৮টি জেলার অন্তর্গত ১৬টি সংসদীয় আসনে মোট ২৫টি কন্টিনজেন্টে প্রায় ৫,০০০ নৌবাহিনী সদস্য মোতায়েন রয়েছে। 

মন্তব্য (০)





image

ভারত থেকে বেনাপোল বন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত থেকে ১২৫ মে...

image

ঈশ্বরগঞ্জে বাড়িতে ঢুকে কিশোরী ও তরুণীকে কুপিয়ে ও পিটিয়ে জখম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...

image

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ টেকনাফে নৌবাহিনীর পেট...

কক্সবাজার প্রতিনিধি : ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতী...

image

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক মামলায় ৩ মাসের ...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান...

image

সোনারগাঁয়ে শারীরিক প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় ...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শারীরিক প্রতিব...

  • company_logo