• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে শারীরিক প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় ৫জন গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শারীরিক প্রতিবন্ধী অটোরিকশাচালক সোহেল (৪১)-কে হত্যা করে তার অটোরিকশা ছিনিয়ে নেওয়ার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নারায়ণগঞ্জ।

গ্রেফতারকৃতরা হলেন— মো. সুজন মিয়া (৩৩), মো. শফিকুল ইসলাম হীরা (৩৯), মো. দুলাল মিয়া (৪৫), মো. রহিম মিয়া (৫৫) ও মো. আবুল কাশেম (৪০)।

পিবিআই জানায়, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে যাত্রীবেশে সুজন মিয়া ও শফিকুল ইসলাম হীরা কোমল পানীয় ‘স্পিড’-এর সঙ্গে কাশির সিরাপ মিশিয়ে সোহেলকে সেবন করান। একপর্যায়ে সোহেল অচেতন হয়ে পড়লে তার হাত, পা ও মুখ কস্টেপ দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে তার মরদেহ ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তারা।

নিহত সোহেল সোনারগাঁও থানার সাদিপুর ইউনিয়নের নয়াপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা হাবিবুর রহমানের পুত্র। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন। চলতি মাসের ১৯ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে অটোরিকশা চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

পরদিন ২০ জানুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে লোকমারফতে জানা যায়, জামপুর ইউনিয়নের মুছারচর গ্রামের তিলাবু–মুছারচর সড়কের পাশে ঢালে একটি মরদেহ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা মরদেহটি সোহেলের বলে শনাক্ত করেন।

এ ঘটনায় নিহতের ভাই মহসিন মিয়া বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পিবিআইয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি মাসের ১৫ জানুয়ারি সুজন ও হীরা সোহেলকে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে। ১৯ জানুয়ারি বিকেলে নানাখি বাজার থেকে আনন্দ বাজার যাওয়ার কথা বলে তারা সোহেলের অটোরিকশা ভাড়া করে।

ঘটনার পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে নারায়ণগঞ্জ ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত অটোরিকশা ও ঘটনার সঙ্গে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে।

পিবিআই জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন মিয়া ও শফিকুল ইসলাম হীরা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী অটোরিকশা কেনাবেচার সঙ্গে জড়িত দুলাল মিয়া, রহিম মিয়া ও আবুল কাশেমকে গ্রেফতার করা হয়।

মন্তব্য (০)





image

ভারত থেকে বেনাপোল বন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত থেকে ১২৫ মে...

image

টেকনাফে সোয়া ১ কেজি আইস, অস্ত্র ও গোলাবারুদসহ আটক -২

কক্সবাজার  প্রতিনিধি : টেকনাফে মোতায়নকৃত নৌবাহিনীর একটি...

image

ঈশ্বরগঞ্জে বাড়িতে ঢুকে কিশোরী ও তরুণীকে কুপিয়ে ও পিটিয়ে জখম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...

image

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ টেকনাফে নৌবাহিনীর পেট...

কক্সবাজার প্রতিনিধি : ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতী...

image

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক মামলায় ৩ মাসের ...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান...

  • company_logo