ছবিঃ সিএনআই
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :নতুন শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহ ও মনোযোগ বাড়াতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে তিন হাজার কলম বিতরণ করা হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) সকালে ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ শিক্ষামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কলম বিতরণ করেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আওতাধীন খিলগাঁও মডেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও আঠারবাড়ী ইউনিয়নের কৃতি সন্তান মাহফুজুল ইসলাম ভুইয়া মামুন। তাঁর ব্যক্তিগত উদ্যোগে প্রথম পর্যায়ে ইউনিয়নের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এসব কলম বিতরণ করা হয়।
যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে কলম বিতরণ করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে, আঠারবাড়ী এমসি উচ্চ বিদ্যালয়, খালবলা বালিকা উচ্চ বিদ্যালয়, রায়বাজার বালিকা উচ্চ বিদ্যালয়, প্যারাডাইস আইডিয়াল স্কুল, আদর্শ শিশু নিকেতন, সানরাইজ আইডিয়াল স্কুল, আঠারবাড়ী প্রি-ক্যাডেট স্কুল, উত্তরন বিদ্যানিকেতনসহ আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে আঠারবাড়ী ইউনিয়নের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
কলম বিতরণকালে মাহফুজুল ইসলাম ভুইয়া মামুন বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই কলমের মাধ্যমেই শিক্ষার্থীরা নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলবে এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখবে। এসময় তিনি শিক্ষার্থীদের বাবা-মা ও শিক্ষকদের পরামর্শ মেনে চলার আহ্বান জানান।
কর্মসূচি শেষে তিনি আরও বলেন, আঠারবাড়ীর প্রতিটি শিশু যেন সুশিক্ষায় শিক্ষিত ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। সে লক্ষ্যেই এই শিক্ষামূলক উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতেও এ ধরনের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
পঞ্চগড় প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে...
জামালপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখ...
নড়াইল প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯৩&nbs...
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে পুলিশের অভিযানে ৩০৫০ পিস ইয়াবা...
ঠাকুরগাঁও প্রতিনিধি : বিয়ের রাত, বাসরঘর, আলো-ছায়ার ভেতর নতুন...

মন্তব্য (০)