ছবিঃ সিএনআই
পঞ্চগড় প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড় দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১০ দলীয় জোটের শীর্ষ নেতা ডা. শফিকুর রহমানের নির্বাচনী সফর শুরু হচ্ছে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরের পর জামায়াতের পঞ্চগড় জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সফরের বিষয়টি জানিয়েছেন জেলা আমির ইকবাল হোসাইন।
জানা যায়, ভোটারদের সমর্থনে নির্বাচনে অংশ নেয়া জামায়াতে ইসলামীর দলীয় এবং জোটের প্রার্থীদের জয়যুক্ত করতে এই সফর।
সংবাদ সম্মেলনে জেলা আমির তার বক্তব্যে বলেন, নির্বাচনী চেইন সফরের অংশ হিসেবে আগামী শুক্রবার ১০ টায় পঞ্চগড়ে পৌছে পঞ্চগড় চিনিকল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। শেষে তিনি দিনাজপুর ও ঠাকুরগাঁও-এ জনসভায় অংশগ্রহণ করে একই দিন তিনটি সফর সম্পন্ন করবেন।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের সেক্রেটারি শাহীদ আল ইসলামের সঞ্চালনায় জেলা আমিরের পাশাপাশি জেলা কমিটির নায়েবে আমির ও পঞ্চগড়-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা মফিজ উদ্দীন, জেলা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা নির্বাচন কমিটির প্রধান পরিচালক মাওলানা দেলোয়ার হোসাইন, পঞ্চগড়-২ আসনের জামায়াতের প্রার্থী সফিউল আলম সূফি, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও পঞ্চগড়-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সচিব আবুল বাশার বসুনিয়া।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে র্যাব-১৩ এর...
বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাং...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ...
জামালপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :নতুন শ...

মন্তব্য (০)