• সমগ্র বাংলা

পাবনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী কে এম আনোয়ারুল ইসলাম পেলেন ‘ঘোড়া’ প্রতীক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনা-৩ ( চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেএম আনোয়ারুল ইসলাম ‘ঘোড়া’ প্রতীক পেয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা ও প্রার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতীক বরাদ্দ শেষে আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচনী মাঠে তিনি শান্তিপূর্ণ ও ইতিবাচক প্রচারণার মাধ্যমে ভোটারদের কাছে যাবেন। এলাকার উন্নয়ন ও জনস্বার্থকে সামনে রেখেই তার নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে পাবনা-৩ আসনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

মন্তব্য (০)





  • company_logo