ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া ও অভিনেতা বীর পাহাড়িয়ার ব্যক্তিগত জীবন নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। সামাজিক মাধ্যমে কয়েক দিন ধরেই তাদের বিচ্ছেদের গুঞ্জন ঘুরপাক খাচ্ছে। নেটিজেনরা তাদের প্রতিটি উপস্থিতি, পোস্ট আর ক্যাপশন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে বীর পাহাড়িয়ার সাম্প্রতিক এক রহস্যময় পোস্ট, যা দেখে অনেক ভক্তই তাদের আবার একসঙ্গে দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।
চলতি মাসের শুরুতেই এ বিচ্ছেদের গুঞ্জন মাথাচাড়া দেয়। এপি ঢিলনের একটি কনসার্টের পুরোনো একটি বিতর্কিত ভিডিও নতুন করে ভাইরাল হলে বিষয়টি আলোচনায় আসে। তারা সুতারিয়া সেই ভিডিওকে ‘পেইড পিআর’ বলে ভুয়া দাবি করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।
শুরুতে বীর পাহাড়িয়া তার পাশে দাঁড়িয়ে আসল ভিডিও শেয়ার করেন। এরপর যা ঘটে, তা অনেকেরই অপ্রত্যাশিত ছিল।
সামাজিক মাধ্যমে গুঞ্জন ধীরে ধীরে জোরালো রূপ নেয়, যখন ভক্তরা দুজনের প্রকাশ্য উপস্থিতিতে সূক্ষ্ম কিছু পরিবর্তন লক্ষ করতে শুরু করেন। বিচ্ছেদের জল্পনা আরও ঘনীভূত হয় যখন বীর পাহাড়িয়াকে সম্প্রতি তার ভাই শিখর পাহাড়িয়া ও জাহ্নবী কাপুরের সঙ্গে ছুটিতে যেতে দেখা যায়, সেখানে তারা সুতারিয়ার অনুপস্থিতি চোখে পড়ে নেটিজেনদের।
এ গুঞ্জনের ডালাপালা আরও বিস্তৃত হয়, যখন নতুন করে গতি পায় মুম্বাইয়ে নূপুর শ্যানন ও স্টেবিন বেনের তারকাখচিত বিয়ের সংবর্ধনায় বীর পাহাড়িয়ার একা উপস্থিতির খবরে। সেই অনুষ্ঠানে সালমান খান, মৌনি রায়, দিশা পাটানি, অঙ্কিতা লোখান্ডে, হীনা খান, রাকুলপ্রিত সিং, জ্যাকি ভাগনানি, নেহা ধুপিয়াসহ অনেক তারকাই হাজির ছিলেন। তবে এ অনুষ্ঠানে দেখা যায়নি তারা সুতারিয়াকে, যা জল্পনাকে আরও জোরালো করে তোলে।
এদিকে বীর পাহাড়িয়ার রহস্যময় পোস্ট ঘিরে ভক্তদের কৌতূহল তুঙ্গে। পোস্টে বীর লিখেছেন— সময় ভালো হোক বা খারাপ, নিশ্চিতভাবে একদিন সব বদলাবে। কেউ কেউ তাদের আবার একসঙ্গে দেখার আশা প্রকাশ করে লিখেছেন— প্লিজ ফিরে আসো।
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা গোবিন্দ ও স্ত্রী সুনীতা আহুজা দম্পতির মাঝেম...
বিনোদন ডেস্ক : সুরের জাদুকর এআর রহমানের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে সামাজি...
বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের ব...
বিনোদন ডেস্ক : লাইক অ্যা ভার্জিন’ গানে খ্যাত পপ তারকা ম্যাডোনা বয়স...
বিনোদন ডেস্ক: ঢালিউড অভিনেত্রী তমা মির্জা সিনেমা থেকে যেন অন...

মন্তব্য (০)