• বিনোদন

‘হৃতিক তারকা হতে পারবে কখনো ভাবিনি’

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : ‘গ্রিক গড অব বলিউড’ হিসেবে পরিচিত অভিনেতা হৃতিক রোশন। শনিবার (১০ জানুয়ারি) ৫২ বছর বয়সে পা রাখলেন তিনি। ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দুই যুগের বেশি ক্যারিয়ারে নিজেকে সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। অথচ বিখ্যাত বলিউড নির্মাতা রাম গোপাল ভার্মা নাকি কখনোই ভাবতেই পারেননি, বলিউডে কখনো তারকা হতে পারবেন হৃতিক। 

অভিনেতার জন্মদিন উপলক্ষ্যে সম্প্রতি রাম গোপাল ভার্মার একটি পুরনো ভিডিও ক্লিপ নতুন করে আলোচনায় এসেছে। ভাইরাল হওয়া ওই ক্লিপে এই বলিউড পরিচালক স্বীকার করেন, হৃতিক রোশন ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিতে পারবেন কিনা-তা নিয়ে তিনি তখন নিশ্চিত ছিলেন না। 

নির্মাতার ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক আলোচনায় তিনি হৃতিকের বলিউডে অভিষেক এবং তাকে ঘিরে ইন্ডাস্ট্রির দৃষ্টিভঙ্গি কীভাবে বদলে গিয়েছিল, সে বিষয়ে কথা বলেন। রাম গোপাল ভার্মা বলেন, ‘যখন আমি হৃতিক রোশনকে প্রথম দেখেছিলাম, তখন আমার মনে হয়নি সে একজন বড় তারকা হয়ে উঠবে। শুধু আমি নই, ইন্ডাস্ট্রির অনেকেই একইরকম ভাবত।’ 

তিনি আরও জানান, ‘কাহো না পেয়ার হ্যায়’ মুক্তির আগে হৃতিককে কেউ চুক্তিবদ্ধ করেনি, কারণ অধিকাংশই তার সাফল্য নিয়ে সন্দিহান ছিল। তবে ছবি মুক্তির পর পরিস্থিতি পুরোপুরি বদলে যায় এবং তিনি রাতারাতি সুপারস্টার হয়ে ওঠেন। 

উল্লেখ্য, ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত কাহো না পেয়ার হ্যায় বক্স অফিস ব্লকবাস্টার হয়। এর ফলে জাতীয় সেনসেশনে পরিণত হন হৃতিক। ছবিতে তার দ্বৈত চরিত্র, নাচের দক্ষতা, পর্দায় সাবলীল উপস্থিতি ও ক্যারিশমা দর্শক ও সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করে। এমনকি এই অভিষেককেই হিন্দি সিনেমার ইতিহাসে অন্যতম প্রভাবশালী পদার্পণ হিসেবে বিবেচনা করা হয়। 

পরবর্তীতে হৃতিক রোশন বাণিজ্যিক ও সমালোচনামূলক-দু’ধরনের সাফল্যের মাধ্যমেই হিন্দি সিনেমায় নিজের অবস্থান সুদৃঢ় করেন। ‘ধুম ২’, ‘ওয়ার’-এর মতো অ্যাকশন ছবি, সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ‘কৃষ’, ঐতিহাসিক ছবি ‘যোধা আকবর’ এবং ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘লক্ষ্য’, ‘গুজারিশ’-এর মতো অভিনয়নির্ভর ছবিতে তার বৈচিত্র্যময় অভিনয় তাকে ইন্ডাস্ট্রির শীর্ষ সারিতে নিয়ে আসে। 

জন্মদিন উদযাপনের মধ্যেই হৃতিক রোশন সম্প্রতি একটি ওয়েব শোয়ের প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন, যার শুটিং ইতোমধ্যে শুরুও হয়েছে। পাশাপাশি, বহুল প্রতীক্ষিত ‘কৃষ ৪’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক করবেন এই তারকা অভিনেতা। 

এদিকে, রাম গোপাল ভার্মা মনোজ বাজপেয়ী, জেনেলিয়া ডি’সুজা ও রম্যা কৃষ্ণনের সঙ্গে ‘পুলিশ স্টেশন মে ভূত’ ছবির মাধ্যমে হিন্দি সিনেমায় প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছেন। 

মন্তব্য (০)





image

গোবিন্দর মতো হওয়ার দরকার নেই— ছেলেকে সুনীতা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা গোবিন্দ ও স্ত্রী সুনীতা আহুজা দম্পতির মাঝেম...

image

সমালোচকদের মোক্ষম জবাব দিলেন এআর রহমানের দুই মেয়ে

বিনোদন ডেস্ক : সুরের জাদুকর এআর রহমানের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে সামাজি...

image

বিয়ে নিয়ে রহস্যময় ইঙ্গিত দিলেন হানিয়া আমির

বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের ব...

image

৬৭ বছরের ম্যাডোনার নতুন প্রেমিক ২৯ বছরের মরিস

বিনোদন ডেস্ক : লাইক অ্যা ভার্জিন’ গানে খ্যাত পপ তারকা ম্যাডোনা বয়স...

image

‎দীর্ঘ বিরতি শেষে কাজে ফিরছেন তমা মির্জা

বিনোদন ডেস্ক: ঢালিউড অভিনেত্রী তমা মির্জা সিনেমা থেকে যেন অন...

  • company_logo