• বিনোদন

‘সংসার টেকেনি বলে তাহসান, মিথিলা ও রোজাকে খারাপ ভাবা ঠিক নয়’

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : সম্প্রতি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের কথা স্পষ্ট করেছেন তাহসান খান। গত বছরের ৪ জানুয়ারি চার মাসের পরিচয় শেষে পারিবারিকভাবে রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। কিন্তু বিয়ের এক বছর পার হতে না হতেই বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আনেন এই সংগীতশিল্পী।  যদিও এখনো বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি রোজা। 

তারকা দম্পতির বিচ্ছেদ নিয়ে এখনো নেটদুনিয়া সরগরম রয়েছে। নেটিজেনদের মধ্যে নানান আলোচনা চলছে।  এবার এ প্রসঙ্গে কথা বলেছেন নিউইয়র্ক থেকে পরিচালিত ‘ঠিকানা’ টিভির জ্যেষ্ঠ সাংবাদিক ছন্দা বিনতে সুলতান। সদ্য প্রকাশিত এক পোস্টে ছন্দা তাহসানকে নিয়ে তার ব্যক্তিগত অভিজ্ঞতা ও অভিমত শেয়ার করেছেন যা নেটিজেনদের বিশেষভাবে নজর কেড়েছে। 

এই জ্যেষ্ঠ সাংবাদিক লিখেছেন, ‘ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় বাসে দাঁড়িয়ে থাকা তাহসান আমার হাতের হ্যান্ড ক্যারিয়ার নিজে তুলে দেন। এত বড়ো মাপের একজন শিল্পীর এতটা বিনয় দেখে আমি মুগ্ধ হয়েছি। নিউইয়র্কে তাহসানের সঙ্গে কনসার্ট কভার করার সময়ও তিনি দেখেছেন তাহসান একজন বিনয়ী ও আন্তরিক মানুষ।’ 

তিনি আরও বলেন, ‘মানুষ অনেক সময় ভুল মানুষকেও ভালোবাসে, কিংবা এক ছাদের নিচে থেকেও সব খুঁজে পায় না। হয়তো তাহসান, মিথিলা ও রোজা তিনজনই ভালো মানুষ। শুধু সংসার টেকেনি বলেই তাদেরকে খারাপ ভাবা ঠিক নয়।’ 

উল্লেখ্য, তাহসান-রোজার সম্পর্ক নিয়ে দুজনের ঘনিষ্টজনেরা জানিয়েছেন, বিয়ের পর তাহসান চেয়েছিলেন ব্যক্তিগত ও নিরিবিলি জীবন, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে সরিয়ে রাখা। অন্যদিকে, রোজা নতুন পরিচিতি ও সামাজিক পরিসর উপভোগ করছিলেন। এই ভিন্ন জীবনধারার কারণেই নাকি ধীরে ধীরে তাদের মাঝে দূরত্ব তৈরি হয়। শুরুতে দূরত্ব কাটিয়ে ওঠার চেষ্টা করা হলেও মতের অমিল প্রকট হয়ে যাওয়ায় পারস্পরিক সম্মানের জায়গা থেকে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেন তারা। 

জানা গেছে, গত বছরের শেষ দিকে তাহসান নিজেই ডিভোর্সের জন্য আবেদন করেছেন। বিচ্ছেদের আবেদন চলতি বছরের ফেব্রুয়ারিতে কার্যকর হবে। 

 

মন্তব্য (০)





image

গোবিন্দর মতো হওয়ার দরকার নেই— ছেলেকে সুনীতা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা গোবিন্দ ও স্ত্রী সুনীতা আহুজা দম্পতির মাঝেম...

image

সমালোচকদের মোক্ষম জবাব দিলেন এআর রহমানের দুই মেয়ে

বিনোদন ডেস্ক : সুরের জাদুকর এআর রহমানের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে সামাজি...

image

বিয়ে নিয়ে রহস্যময় ইঙ্গিত দিলেন হানিয়া আমির

বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের ব...

image

৬৭ বছরের ম্যাডোনার নতুন প্রেমিক ২৯ বছরের মরিস

বিনোদন ডেস্ক : লাইক অ্যা ভার্জিন’ গানে খ্যাত পপ তারকা ম্যাডোনা বয়স...

image

‎দীর্ঘ বিরতি শেষে কাজে ফিরছেন তমা মির্জা

বিনোদন ডেস্ক: ঢালিউড অভিনেত্রী তমা মির্জা সিনেমা থেকে যেন অন...

  • company_logo